Placeholder canvas

Placeholder canvas
Homeপ্রযুক্তিসার্ভিস সেন্টারে ফোন সারাবেন? কোন কোন বিপদ মাথায় রাখবেন

সার্ভিস সেন্টারে ফোন সারাবেন? কোন কোন বিপদ মাথায় রাখবেন

Follow Us :

কলকাতা: আমাদের প্রায় সকলের জীবনেই স্মার্টফোন (Smart Phone) একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অনেকেই তাঁদের ব্যক্তিগত ছবি, ভিডিয়ো থেকে শুরু করে ব্যাঙ্কিং যে কোনও তথ্য সবকিছুই স্মার্টফোনে সংরক্ষণ করে রাখে। পাশাপাশি, স্মার্টফোন আমাদের প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে, আমাদের পেশাদার জীবন বজায় রাখতে সাহায্য করে। কিন্তু, হঠাৎ করে যদি আপনার শখের ফোনটি খারাপ হয়ে যায়, তখন মেরামত করা ছাড়া আর কোনও উপায় থাকে না। এতে শুধুই যে ফোনের ডেটা গায়েব হয়ে যায়, তা নয়। সেই সঙ্গে অচেনা কোনও ব্যক্তি আপনার ফোনে থাকা ডেটার অপব্যবহার করতে পারে। সেজন্য আপনাকে আগে থেকেই সতর্ক থাকতে হবে। স্মার্টফোনটি সার্ভিস সেন্টারে দেওয়ার আগে এই কাজগুলি অবশ্যই করবেন। জেনে নিন-

১) স্মার্টফোনটি সার্ভিস সেন্টারে বা দোকানে দেওয়ার আগে ফোনের সমস্ত ডেটা মুছে ফেলুন। এতে কোনওভাবেই কেউ আপনার ফোনের কোনও ডেটা পাবে না। এমনকি এর আরও একটি সুবিধা হল, কোনওভাবে ডেটা মুছে গেলে আপনি তা পেয়ে যাবেন।

২) আপনি যদি আপনার মোবাইল ফোনে ব্যাঙ্কিং অ্যাপ রেখে থাকেন, তবে সেগুলো ডিলিট করুন। মুছে ফেলার আগে, আপনার পাসওয়ার্ড ইত্যাদি একটি নিরাপদ জায়গায় লিখে রাখুন, যাতে আপনি কোনও সমস্যায় না পড়েন।

আরও পড়ুন: নোটিফিকেশন ছাড়াই কল রেকর্ডিং এবার আইফোনেও

৩) আপনার ইমেল এবং ফটো গ্যালারিতে পাসওয়ার্ড রাখুন। সম্ভব হলে জিমেইল অ্যাকাউন্টটি লগআউট করুন। কারণ ফোনের মেসেজ বক্স থেকে যেভাবে প্রতিটি অ্যাকাউন্ট খোলা যায়। একইভাবে জিমেইলও সমস্ত ডিজিটাল অ্যাকাউন্টকে ওপেন করে দেয়।

৪) তবে এই কাজগুলি তখনই করবেন, যখন কোনও অচেনা দোকানে আপনি আপনার ফোনটিকে ঠিক করার জন্য দেবেন। যদি কোনও কোম্পানির সার্ভিস সেন্টার হয়, সেক্ষেত্রে এসব কাজ না করলেও হবে। তবে আপনার সুবিধার্থে আপনি ব্যাকআপ রাখতেই পারেন।

দেখুন আরও অন্য খবর

RELATED ARTICLES

Most Popular