কলকাতা: কলকাতার একটি পরিত্যক্ত জায়গা থেকে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। বেশ কয়েকটি কালো প্লাস্টিকে মোড়ানো টুকরো করা মহিলার দেহাংশ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কলকাতার ওয়াটগঞ্জ এলাকায়। দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পরিত্যক্ত বাড়ির পরিত্যক্ত এলাকা থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের কয়েক জন ওই প্লাস্টিকগুলি পড়ে থাকতে দেখেন। গন্ধ বেরোনোয় তাঁদের সন্দেহ হয়। তখনই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই প্লাস্টিকগুলি উদ্ধার করেছে। প্যাকেটগুলির মধ্যে মহিলার টুকরো করা দেহাংশ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে এসেছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হরিকৃষ্ণ পাই এবং হোমিসাইড শাখা।
আরও পড়ুন: পরিবহণ দফতরের গাফিলতিতে কয়েক হাজার মৌমাছির মৃত্যু, বিক্ষোভে মধুচাষীরা
কীভাবে এই মহিলার টুকরো করা দেহ এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় কিছু জানা যায়নি।পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে ২-৩ দিন আগে খুন করা হয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: