কলকাতা: নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টিতে ভাসছে কলকাতা। কখনও জোরে আবার কখনও মাঝারি থেকে হালকা বৃষ্টি হচ্ছে শহরজুড়ে। তবে উওর কলকাতায় বৃষ্টি হয়েছে সবচেয়ে বেশি। আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, সকাল ১২ টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে উত্তর কলকাতার উল্টোডাঙায়। সেখানে বৃষ্টির পরিমাণ ৫০ মিলিমিটার। এছাড়াও বীরপাড়া, বেলগাছিয়া, ধাপা লক, তপসিয়া, দত্তবাগান প্রভৃতি এলাকাতে বৃষ্টির পরিমাণ ৪৫ মিলিমিটারের বেশি। দক্ষিণ কলকাতার মধ্যে লেক গার্ডেনস, যাদবপুর এলাকাতে বৃষ্টির পরিমাণ সর্বাধিক।
বেশ কিছু রাস্তায় জল জমেছে। তবে লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানানো হয়েছে, বৃষ্টি কখনও হচ্ছে আবার থামছে। টানা বৃষ্টি হচ্ছে না। তাই সেভাবে শহরের প্রধান রাস্তাগুলোতে জল জমার কোনও সম্ভাবনা নেই। যানজটও স্বাভাবিক রয়েছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টি হচ্ছে সকাল থেকে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি প্রভৃতি জেলায় ভারী বৃষ্টি হয়েছে। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। উপকূলীয় জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে৷ সমুদ্রে ঝোড়ো হাওয়ার দাপট ৮০ থেকে ৯০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল অঞ্চলে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও জারি রয়েছে নিষেধাজ্ঞা।

এই মুহূর্তে গভীর নিম্নচাপ চাঁদবাড়ি অর্থাৎ উত্তর ওড়িশার উপর অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ উত্তর ছত্তীসগড়, মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। সেইসঙ্গে ক্রমশ গভীর নিম্নচাপ তার শক্তি হারাবে। এরই প্রভাবে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: নিম্নচাপের জেরে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন রাস্তা, নাকাল নিত্যযাত্রীরা

মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাবে মধ্যপ্রদেশ, গুজরাত, মধ্য মহারাষ্ট্রে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেখানে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ওড়িশা, উত্তরাখণ্ড, ছত্তীসগড়, তামিলনাড়ু আর কেরালাতে।
আরও পড়ুন: Monsoon Diseases: প্যাচপেচে বর্ষায় ৫ রোগ থেকে সজাগ থাকুন