কলকাতা: সোমবারই ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ দিন। পদত্যাগ করতে চলেছেন তিনি। রবিবারই জানিয়ে দিয়েছেন সে কথা। সোমবার আদালতে গিয়ে কিছু কাজ শেষ করে আসবেন বলেও জানিয়েছিলেন তিনি। সেইমতো আজকে হাইকোর্টে আসেন বিচারপতি। উল্লেখ্য, এদিন তাঁর এজলাসের মামলাগুলি অন্য বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। মামলাগুলি গিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসের সামনেই সাধারণ মানুষের ভিড়। সেই ভিড়ের মাঝে অনেকের চোখেই জল দেখা যায়।
ভিড়ের মাঝে এক মামলাকারী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দিকে এগিয়ে এসে বলেন, আমি আপনার কাছ থেকে মামলায় অনেক সুরাহা পেয়েছি। আপনার জন্য আমার বাচ্চা চিকিৎসা পেয়েছিল। আমি এখনও আপনার জন্য খোরপোষের টাকা পাই। কাল খবর পেয়ে আজ আমি ছুটে এসেছি। আমি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। বিচারপতি বলেন, আপনার বাচ্চা কেমন আছে, ভালো আছে তো? আমি কারও পায়ে হাত দিয়ে প্রণাম নিই না। সাধারণ মানুষের ভিড় থেকে একজন বলেন, এই ১৭ নম্বর কোর্টটা ছিল আমাদের কাছে মন্দির। আপনি চলে গেলে আমাদের কী হবে?
আরও পড়ুন: সুদীপ-কাণ্ডে কুণালকে শো-কজ চিঠি তৃণমূল রাজ্য সভাপতির
এর প্রেক্ষিতে বিচারপতি বলেন, আমি ২৯ বছর কলকাতা হাইকোর্টের আইনজীবী পেশায় যুক্ত ছিলাম। সকলের সঙ্গে যোগাযোগ থাকবে। আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার জায়গায় অন্য কেউ আসবেন, তিনি নিশ্চয়ই আপনাদের সুরাহা করবেন। এরপর চেয়ার ছেড়ে উঠে হাত জোড় করে নমস্কার করেন। আইনজীবী ও সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শেষবারের মত এজলাস ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-১৫)
দেখুন আরও অন্যান্য খবর: