Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsKMC Water Supply: শনিবার সকাল ১০টা থেকে জল থাকবে না দক্ষিণ কলকাতার...

KMC Water Supply: শনিবার সকাল ১০টা থেকে জল থাকবে না দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়

Follow Us :

কলকাতা: আগামী ২৬ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টা পানীয় জল সরবরাহ (KMC Water Supply) বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। কলকাতা পুরসভার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। জয় হিন্দ জল প্রকল্পে কিছু জরুরি মেরামতের কারণে শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত শহরবাসী (Southern Kolkata) জল পাবেন না।

কোন কোন এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা?

পুরসভার (KMC) তরফে জানানো হয়েছে, ওই ২৪ ঘণ্টা জল থাকবে না দক্ষিণ কলকাতার পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া,  হাটগাছিয়া, তপসিয়া, চায়নাটাউন, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক, মেট্রোপলিটন, আরুপোতা, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চসায়র ছাড়াও ৭,১০,১১ এবং ১২ নম্বর বরোর কিছু কিছু এলাকায়।

আরও পড়ুন: Khidirpur Dock Acciddent: খিদিরপুর ডকে উল্টে গেল কন্টেনার বোঝাই জাহাজ, বিপুল ক্ষতির শঙ্কা

পুরসভা জানিয়েছে, ধাপায় জয় হিন্দ প্রকল্পের পাম্প মেশিনে ভালভ মেরামতি, ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ, পাইপ লাইনের লিকেজ সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ২৪ ঘণ্টা জল সরবরাহ (KMC Water Supply) বন্ধ থাকছে। এই জলপ্রকল্প থেকে জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সি এন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, সহ একাধিক ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশনের পানীয় জল সরবরাহ হয়। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিঘ্নিত হবে পানীয় জল সরবরাহ।

RELATED ARTICLES

Most Popular