Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsMamata Banerjee: বিজেপি নেত্রী নূপুরের বিরুদ্ধে পুরনো অভিযোগ সামনে টেনে আনলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: বিজেপি নেত্রী নূপুরের বিরুদ্ধে পুরনো অভিযোগ সামনে টেনে আনলেন মুখ্যমন্ত্রী

Follow Us :

কলকাতা: সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে পুরনো অভিযোগ খুঁচিয়ে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর কয়েক আগে সোশাল মিডিয়ায় এই রাজ্যে দাঙ্গা সংক্রান্ত একটি ছবি পোস্ট করেছিলেন নুপুর। অভিযোগ, সেটি আদতে ছিল বাংলাদেশের ছবি। তার বিষয়বস্তু ছিল, এক মহিলার শাড়ি ধরে টানাটানি করা হচ্ছে। বৃহস্পতিবার মমতা বলেন, এই প্রথম নয়, এর আগেও নূপুর শর্মা ফেসবুকে ভুয়ো ছবি দিয়েছিলেন। তা নিয়ে সেসময় অভিযোগও দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলা কিন্তু এখনও শেষ হয়ে যায়নি।

নবান্ন সূত্রের খবর, পয়গম্বর বিতর্কে সাম্প্রতিক পরিস্থিতির আবহে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, প্রয়োজন হলে রাজ্য সরকার নূপুরের বিরুদ্ধে করা সেই পুরনো মামলা আবার সামনে নিয়ে আসবে। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও ইঙ্গিত দেন মমতা।

দীর্ঘ প্রায় দেড় সপ্তাহ বাদে পয়গম্বর বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এতদিন তৃণমূলের অন্য নেতারা নূপুর শর্মা এবং নবীন জিন্দলের কড়া সমালোচনা করলেও মুখ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি। বিজেপি নূপুরকে সাসপেন্ড করেছে এবং নবীনকে বহিষ্কার করেছে। ঘটনাচক্রে এদিনই নূপুরের বিরুদ্ধে এফআইআরও করেছে মুম্বইয়ের একটি থানা। আবার বৃহস্পতিবারই নবান্নে সাংবাদিক বৈঠকের আগে মুখ্যমন্ত্রী টুইট করে বিজেপির ওই দুই নেতানেত্রীর গ্রেফতারির দাবি জানিয়েছেন। টুইটে তাঁর মন্তব্য, বিজেপির কয়েকজন দায়িত্বজ্ঞানহীন নেতানেত্রী সম্প্রতি ঘৃণাসর্বস্ব মন্তব্য করেছেন। এতে শুধু হিংসাই ছড়ায় না, মানুষের মন বিভ্রান্ত হয়। দেশের শান্তি ও সংহতি বিনষ্ট হয়। দেশের ঐক্যের স্বার্থেও অবিলম্বে ওইসব নেতাকে গ্রেফতার করা উচিত।

আরও পড়ুন: Mamata Banerjee: হাত জোড় করে অনুরোধ করছি, অবরোধ তুলুন মানুষকে কষ্ট দেবেন না…

পরে নবান্নে সাংবাদিক বৈঠকেও মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি দেশজুড়ে হিংসা ছড়ানোর চক্রান্তে নেমেছে। তাই ওই নেতানেত্রীরা নানা প্ররোচণামূলক মন্তব্য করছেন। তাঁরা যেসব কথা বলেছেন, তাতে সারা বিশ্বে ভারতের মাথা হেঁট হয়ে গিয়েছে। ওই মহিলা আগেও বিতর্কিত কাজ করেছেন। এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী পুরনো ঘটনা টেনে আনেন।

RELATED ARTICLES

Most Popular