Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাSuvendu Adhikari | শুভেন্দুর বিরুদ্ধে সারদা কর্তার চিঠি, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

Suvendu Adhikari | শুভেন্দুর বিরুদ্ধে সারদা কর্তার চিঠি, সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

Follow Us :

কলকাতা: সারদা কর্তা সুদীপ্ত সেনের (Sudipta Sen) চিঠির ভিত্তিতে শুভেন্দুর অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল আদালত। তৃণমূল (TMC)নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) আইনজীবী অয়ন চক্রবর্তী ওই চিঠির অভিযোগ সিবিআইকে খতিয়ে দেখতে বলার জন্য আদালতে আবেদন করেন। মুখ্য নগর দায়রা আদালত শুনানির পর চিঠির বিষয়টি সিবিআইকে পাঠানোর নির্দেশ দেন। কুণালের আইনজীবী অয়ন বুধবার এমনটাই জানিয়েছেন। 

এর আগে জেল থেকে সারদা কর্তা সুদীপ্ত সেন এক চিঠিতে অভিযোগ করেন কাঁথি পুরসভা নগদ এবং ড্রাফটে তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিল। সেই সময় কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। চিঠিতে সুদীপ্তর আরও অভিযোগ ছিল, শুভেন্দু ওই টাকা দেওয়ার জন্য সারদা কর্তাকে নানাভাবে চাপ দিয়েছিলেন। ওই চিঠির ভিত্তিতে কেন শুভেন্দুকে সিবিআই গ্রেফতার করছে না, এই প্রশ্নে বহুদিন ধরেই সরব কুণাল। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের আরও অনেক নেতাই বিভিন্ন সভা-সমিতিতে প্রশ্ন তুলছেন, সারদা কর্তার চিঠিতে শুভেন্দুর নাম থাকা সত্ত্বেও কেন সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করছে না। পাশাপাশি নারদ কাণ্ডে শুভেন্দুকেও তোয়ালেতে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে টিভির ফুটেজে। তারপরও কী করে শুভেন্দু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছেন, সেই ইস্যুতেও তৃণমূল নেতারা হইচই করছেন বেশ কিছুদিন ধরে। বিশেষ করে নিয়োগ দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়ার পর শাসকদল শুভেন্দু ইস্যুতে পাল্টা চাপ দিতে শুরু করেছে। 

কয়েকদিন আগেই কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে কাগজপত্র দেখিয়ে দাবি করেন, সারদা কর্তার কাছ থেকে কাঁথি পুরসভা ৫০ লক্ষ টাকা নিয়েছিল কি না, তা অধিকারী পরিবারকে স্পষ্ট করে জানাতে হবে। তাহলেই দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে। কেন সুদীপ্ত সেনের ওই চিঠি নিয়ে সিবিআই তদন্ত হচ্ছে না, কেন শুভেন্দুকে সিবিআই তদন্তের আওতায় আনা হচ্ছে না, কুণাল সেই প্রশ্নও তোলেন ওই সাংবাদিক বৈঠকে।  

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | ডোমজুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার
02:07
Video thumbnail
Kapil Sibal | সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটে বড় জয় কপিল সিব্বালের, চতুর্থবার সভাপতি পদে
01:03
Video thumbnail
Purba Medinipur | পূর্ব মেদিনীপুরে সিবিআই, কাঁথিতে ভোটের আগেই দুই তৃণমূল নেতার বাড়িতে হানা
04:11
Video thumbnail
Patharpratima | বারান্দায় দুই বোনকে কুপিয়ে খুন! সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড পাথরপ্রতিমায়
02:10
Video thumbnail
Sitalkuchi | ফের উত্তপ্ত শীতলকুচি, পঞ্চায়েত প্রধানকে লক্ষ করে 'গু*লি'
04:33
Video thumbnail
I.N.D.I.A Alliance | জোট নিয়ে কোথায় দাঁড়িয়ে তৃণমূল? বাংলায় TMC বিরুদ্ধে লড়াই বাম-কংগ্রেসের
02:36
Video thumbnail
Abhishek Banerjee | ভোটপ্রচারে আজ জোড়া সভা অভিষেকের, হুগলিতে রচনা ব্যানার্জির সমর্থনে সভা
01:06
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | সাজদা আহমেদ পরিযায়ী পাখি: অরুণোদয় পাল চৌধুরী, পাল্টা কী বললেন তৃণমূল প্রার্থী
08:45
Video thumbnail
CBI | সিজুয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতেও সিবিআই, ভোট পরবর্তী হিংসার অভিযোগে হানা
00:47
Video thumbnail
Purba Medinipur | CBI-র নজরে পূর্ব মেদিনীপুরের ২ TMC নেতা, মারিশদায় দেবব্রত পণ্ডার বাড়িতে সিবিআই
01:20