HomeকলকাতাAbhishek Banerjee | জাতীয় দলের 'মুকুটহীন' অভিষেকের প্রথম জনসভা কাল বাঁকুড়ায়, কী...

Abhishek Banerjee | জাতীয় দলের ‘মুকুটহীন’ অভিষেকের প্রথম জনসভা কাল বাঁকুড়ায়, কী বার্তা তাকিয়ে তৃণমূল

Follow Us :

ওন্দা (বাঁকুড়া): আগামিকাল, বুধবার বাঁকুড়ার (Bankura) ওন্দা (Onda) হাইস্কুল মাঠে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুপুর ২টোয় এই সভা অনুষ্ঠিত হবে। বাঁকুড়া ও বিষ্ণুপুর (Bishnupur) দুই সাংগঠনিক জেলা তৃণমূলের আয়োজনে এই সভায় কর্মীদের উদ্দেশে কী বার্তা দেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। বিশেষত নির্বাচন কমিশনের কলমের খোঁচায় জাতীয় দলের (National Party) মুকুট খসে পড়েছে তৃণমূলের। তারপর এই প্রথম জনসমাবেশ অভিষেকের। এ বিষয়ে তিনি কী বলেন, তাও পর্যবেক্ষকদের জল্পনার বিষয়।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Elections 2023) আগে এই সভাকে ঘিরে জোরদার প্রস্তুতি তৃণমূল শিবিরে। এই সভামঞ্চ থেকে দলের কর্মীদের ভোটে কী করণীয় তার বার্তা দিতে পারেন তিনি। ওন্দা হাইস্কুল মাঠে সভার আয়োজন এবং ব্লক সংলগ্ন এলাকায় করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। এইখানেই হেলিকপ্টারে নেমে সভাস্থলে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর দলীয় সূত্রে। এই সভায় রেকর্ড ভিড় হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।

আরও পড়ুন: Luizinho Faleiro Quits TMC | তৃণমূল ও রাজ্যসভার সদস্যপদে ইস্তফা লুইজিনহো ফেলেইরোর

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে হেলিকপ্টারে চড়ে কলকাতা থেকে ওন্দায় আসবেন অভিষেক। ওন্দা স্টেডিয়ামের অদূরে বিডিও অফিস সংলগ্ন মাঠে কপ্টার নামার জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। সেখান থেকে সড়কপথে তিনি যাবেন সভাস্থলে। সূত্রের খবর, সভা সেরে অভিষেক আবার হেলিকপ্টারে চড়ে ফিরে যাবেন কলকাতায়। অভিষেকের এই রাজনৈতিক সফরকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকছে। সভায় আসা মানুষদের জন্য ওন্দা স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।  ইতিমধ্যেই ওন্দাকে মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানারে। মমতা ও অভিষেকের ফ্লেক্স দিয়ে বানানো হয়েছে বেশ কয়েকটি তোরণ। বেশ কিছু বেসরকারি গাড়ি ও বাস ভাড়া করা হয়েছে কর্মী-সমর্থকদের নিয়ে আসতে।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বাঁকুড়ায় তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন অভিষেক। ওই নির্বাচনে বাঁকুড়া জেলা পরিষদ-সহ সব ক’টি পঞ্চায়েত সমিতি এবং অধিকাংশ পঞ্চায়েতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পায় তৃণমূল। আবার পঞ্চায়েত নির্বাচনের মুখে অভিষেকের এই সভা বাঁকুড়ায় তৃণমূলের শক্তি প্রদর্শন হতে চলেছে। আর সেই লক্ষ্যেই অভিষেকের সভায় বিপুল জমায়েতের সিদ্ধান্ত নিয়েছে জেলা তৃণমূল। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, বুধবারের সভায় অন্তত বিশাল জনসমাবেশ হবে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকদের সভায় নিয়ে আসার বাসের ব্যবস্থা থাকছে। এ ছাড়াও অসংখ্য ছোট গাড়ি, লরি-সহ অন্যান্য গাড়িতে করে দলের নেতা-কর্মীরা সভায় আসবেন। কিন্তু, যেভাবে দুপুরের দিকে গরম ও রোদের তেজ হচ্ছে, তাতে শেষমেশ ভিড়ের পরিমাণ নিয়ে সন্দিহান অনেকেই। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Politics | পলিটিক্স (08 May, 2024)
12:46
Video thumbnail
বাংলা বলছে | রাহুলকে নিশানা, মোদির মুখে অম্বানি-আদানি, কত কালো টাকা নিয়েছে কংগ্রেস, প্রশ্ন মোদির
38:28
Video thumbnail
Beyond Politics | সন্দেশখালি, মণিপুর এবং নারীসম্মান
07:58
Video thumbnail
SSC Scam | নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত রায়ে স্বস্তিতে রাজ্য সরকার
03:01
Video thumbnail
Suvendu Adhikari | আবার শুভেন্দুকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান
02:33
Video thumbnail
Narendra Modi | আম্বানি-আদানি নিয়ে রাহুল কেন নীরব, প্রশ্ন প্রধানমন্ত্রী মোদির
05:16
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | রায় শুনে আমার মনস্নিগ্ধ হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়
04:19
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি
12:48
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | SSC নিয়ে বিজেপিকে নিশানা মমতার
10:33
Video thumbnail
সেরা ১০ | 'কল্যাণ ব্যানার্জি সভামঞ্চে উঠতে দেয়নি', বিস্ফোরক অভিযোগ অপরূপা পোদ্দারের
18:19