Placeholder canvas

Placeholder canvas
Homeলিডমানুষের গড় আয়বৃদ্ধি ৫০ শতাংশ, দাবি সীতারামনের

মানুষের গড় আয়বৃদ্ধি ৫০ শতাংশ, দাবি সীতারামনের

Follow Us :

নয়াদিল্লি: প্রত্যাশামতোই ভোটের বছরে সকলকে খুশি করার প্রতিশ্রুতি দিয়ে বাজেট ভাষণ শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভাষণের গোড়ার দিকেই তিনি জানিয়ে দিলেন, তাঁর সরকার চারটি ক্ষেত্রের দিকে নজর দিয়ে চলেছে। তা হল দরিদ্র, মহিলা, যুব এবং কৃষক। আদিবাসী ভোটের দিকে তাকিয়ে তিনি বলেন প্রধানমন্ত্রী জনমন যোজনা আদিবাসী উন্নয়নের জন্যই। যাঁদের দেশের উন্নয়নের বাইরে রাখা হয়েছিল, তাঁদের কথা ভাবছে আমাদের সরকার।

আরও পড়ুন: বাজেটের দিনই বাড়ল গ্যাসের দাম

সরকারের এক নতুন জিডিপি-র ব্যাখ্যা দেন সীতারামন। ব্যাখ্যা করে বলেন, জি ফর গর্ভন্যান্স, ডি ফর ডেভেলপমেন্ট এবং পি ফর পারফরম্যান্স। সরকারের কাজের দক্ষতা বোঝাতে গিয়ে বলেন, গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে বিভিন্নভাবে দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত করা গিয়েছে। বিকশিত ভারতের লক্ষ্যে আগামী ৫ বছরে সবকা বিকাশের কাজ করবে তাঁর সরকার।

তিনি বলেন, মানুষের গড় প্রকৃত রোজগার বেড়েছে ৫০ শতাংশ। অন্নদাতা অর্থাৎ কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে ১১.৮ কোটি কৃষক প্রত্যক্ষ উপকৃত হয়েছেন।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular