Placeholder canvas

Placeholder canvas
HomeদেশCancer Drug | আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ক্যানসারের ড্রাগ তৈরি

Cancer Drug | আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ক্যানসারের ড্রাগ তৈরি

Follow Us :

নয়াদিল্লি: ক্যানসার এমন এক রোগ যা আমাদের মনে ভীতির জন্ম দেয়। এখন যদিও এই মারণ রোগের ভয়াবহতা অনেকটাই কমেছে, এখন ক্যানসার (Cancer) মানেই মৃত্যু নয়। তবে ক্যানসার মানেই তা থেকে মুক্তি পাওয়া অনেক সময়সাপেক্ষ্ ব্যাপার। তবে আর নয়, এবার মাত্র ৩০ দিনেই ক্যানসার থেকে সেরে ওঠার উপায় বার করেছেন গবেষকরা (Researcher)। তাঁরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) ব্যবহার করে একটি মডেল আবিষ্কার করেছেন। এই মডেল চিকিৎসকদের প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে ক্যানসার রোগীর আয়ুর বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা (Expert)। 
 
টরেন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ফার্মা’ নামে মডেল ড্রাগ ব্যবহার করে হেপাটোসেলুলার কার্সিনোমা রোগের গবেষণা চালাচ্ছেন। ফার্মা এমন একটি ওষুধের (Medicine) সন্ধান করেছে, যা ৩০ দিনের মধ্যেই ক্যানসার কোষ ধ্বংসের কাজ শুরু করে দেবে। 

আরও পড়ুন : iPhone 15 | Fast Charging | আইফোন ১৫ কিনলে ইউএসবি-সি ফাস্ট চার্জিং, কিন্তু লাগবে অ্যাপল-সার্টিফায়েড কেবল! 

উল্লেখ্য, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অনুসারে ২০২০ সালে দেশে ক্যান্সার আক্রান্তের সংখ্যা  প্রায় ১৪ লক্ষ ছিল। ২০২১ সালে তা বেড়ে ১৪.২৬ লক্ষ হয়ে যায়। ২০২২ সালে তা আরও বেড়ে ১৪.৬১ লক্ষে পৌঁছয়।  

অতিরিক্ত পরিমাণে মদ্যপান, ধূমপান, পান-সুপারি, জর্দা, বেশি পরিমাণে মাংস খাওয়া, খাদ্যে অতিরিক্ত লবণ ও চিনির খাওয়ার ফলে শরীরে ক্যান্সার বাসা বাঁধতে পারে বলে বিশেষজ্ঞ মহলের দাবি। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার-এর তথ্য অনুসারে ২০২০ সালে বিশ্বব্যাপী লিভার ক্যানসারে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ। 

RELATED ARTICLES

Most Popular