Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাT20 World Cup: চোট পেয়ে ছিটকে যাওয়ার পর জশপ্রীত বুমরার মেসেজ, দেখে...

T20 World Cup: চোট পেয়ে ছিটকে যাওয়ার পর জশপ্রীত বুমরার মেসেজ, দেখে নিন কি বললেন!

Follow Us :

মুম্বই: চোট পেয়ে আসন্ন টি২০ বিশ্বকাপ (T20 World Cup) থেকে ছিটকে গিয়েছেন। সোমবারই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আনুষ্ঠাকিভাবে ঘোষণা করেছে, এবারের কুড়ি-কুড়ি ওভারের ক্রিকেট বিশ্বকাপে পাওয়া যাবে না ভারতীয় দলের পেস বোলার জশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। কিন্তু কি বলছেন বুমরা? চোট পেয়ে ছিটকে যাওয়ায় তিনি হতাশ।

বুমরা টুইটারে লিখেছেন, “এবার আমি টি২০ বিশ্বকাপের অংশ নিতে পারছি না, আমি অত্যন্ত হতাশ। কিন্তু আমার প্রিয়জনদের কাছ থেকে যে শুভকামনা, যত্ন এবং সমর্থন পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ। সুস্থ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের অভিযান চলাকালীন ভারতীয় দলকে আমি উৎসাহ জুগিয়ে যাবো।”

আরও পড়ুন: Virat Kohli: অবসরের আগে বিরাট কোহলিকে পাকিস্তানে খেলার আবেদন পাক ভক্তের 
পিঠের চোটের কারণে জশপ্রীত আসন্ন টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি২০ সিরিজে ব্যস্ত। বুমরাকে ছাড়াই প্রোটিয়া ক্রিকেট টিমকে হারিয়ে সিরিজ দখল করে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল। ফলে মঙ্গলবার হতে চলা তৃতীয় টি২০ ক্রিকেট ম্যাচ আপাতত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বুমরার বদলি হিসেবে পেস বোলার মহম্মদ সিরাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 
উল্লেখ্য, আইসিসি পরিচালিত পুরুষদের টি২০ বিশ্বকাপ আগামী ১৬ অক্টোবর শুরু হবে, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের আয়োজক দেশ। ভারতীয় দলের প্রথম ম্যাচ সুপার ১২ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ অক্টোবর। বুমরার পরিবর্ত হিসেবে পেস বোলার মহম্মদ শামিকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। কোভিড সারিয়ে ওঠা শামি যদি ফিটনেস টেস্টে উতরাতে না পারেন, তাহলে মহম্মদ সিরাজ অথবা দীপক চাহারকে বেছে নেওয়া হতে পারে। 

RELATED ARTICLES

Most Popular