skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeলিডআজ বেলা ১১টায় বাজেট পেশ, শুধু রাম নয়, সীতার দিকেও তাকিয়ে দেশ

আজ বেলা ১১টায় বাজেট পেশ, শুধু রাম নয়, সীতার দিকেও তাকিয়ে দেশ

Follow Us :

নয়াদিল্লি: দ্বিতীয় নরেন্দ্র মোদি মন্ত্রিসভার অন্তিম বাজেট পেশ হবে আজ, বৃহস্পতিবার। এ বছরেই লোকসভা ভোট বলে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না। এদিন বেলা ১১টায় সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন সরকার ক্ষমতায় আসার পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে।

অন্তর্বর্তী বাজেট পেশের একদিন আগেই সুখবর দিয়েছিল কেন্দ্রীয় সরকার! স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ভোটের তোফা দেয় কেন্দ্র। সমস্ত ধরনের স্মার্টফোন সস্তা হতে চলেছে। কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে মোবাইল তৈরির সামগ্রী ও যন্ত্রাংশের আমদানি শুল্ক ৫ শতাংশ কমিয়ে দেওয়ায় দাম কমবে স্মার্টফোনের। ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে আমদানি শুল্ক।

আরও পড়ুন: ইস্তফা হেমন্তের, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন

অযোধ্যায় পর্যটন শিল্প, পরিকাঠামো, সড়ক ও বায়ুপথে সংযোগের উন্নয়ন, এছাড়াও দেশের অন্যান্য মন্দিরের উন্নয়নে গুচ্ছ প্রকল্প নিয়ে লোকসভা ভোটের গলায় অর্থনীতির মঙ্গলসূত্র পরাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেই লক্ষ্যেই আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইন্ডিয়া জোটের দশানন বধ করার পরিকল্পনা নিয়ে লোকসভা নামের লঙ্কায় অবতীর্ণ হতে চলেছেন। কিন্তু, অর্থমন্ত্রীর এই ‘নির্মল’ পরিকল্পনার পথে কাঁটা আর্থিক ঘাটতির সমুদ্র।

একদিকে মূলধনী ব্যয় ও অন্যদিকে আর্থিক ঘাটতি মেটাতে কীভাবে সমুদ্রবন্ধন করবেন, সেটাই আপাতত লাখ টাকার প্রশ্ন। তবে, ভোটের বাজারে মধ্যবিত্তের মন জয় করতে বেশ কয়েকটি ললিপপ যে ঝুলিয়ে দেবেন, সে বিষয়ে বণিকমহল মোটামুটি নিশ্চিত।

লোকসভা ভোটের আগে ‘অসমাপ্ত’ রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা যদি হাফ ইয়ারলি পরীক্ষা হয়, তাহলে নরেন্দ্র মোদি সরকারের অ্যানুয়াল পরীক্ষা হবে নির্মলা সীতারামনের বাজেট বই পড়ায়। দক্ষিণ ভারতকে বাদ রেখে গোটা হিন্দি বলয় এবং উত্তর-পূর্ব ভারত বিজেপি বগলদাবা করে রেখেছে। যার অধিকাংশই কৃষিজীবী। অযোধ্যার সাফল্য বা রামধুন গেয়ে যে আমজনতার হাঁড়ির চাল ফুটবে না, তা সহজেই অনুমেয়। ফলে বাজেটে রামরাজত্বের বাসিন্দাদের আর্থিক স্বস্তি না দিতে পারলে সীতার অগ্নিপরীক্ষা যে ফেল মেরে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

কৃষি ও শিল্পের মধ্যে ভারসাম্য বজায় রেখে বাজেট তৈরি করাই চ্যালেঞ্জ সীতারামনের কাছে। বিজেপি এবং তার চালিকাশক্তি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘও জানে বৃহত্তর অংশকে, সর্বোপরি মহিলা ভোটারদের হাঁড়ি-হেঁসেলে হাসি ফোটাতে না পারলে নতুন ক্লাসে ওঠা কঠিন হয়ে যাবে।

সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ, মথুরা, কামাখ্যা, বৈষ্ণোদেবী, কেদারনাথসহ চারধাম, অমরনাথ, পুরী, ত্রিপুরেশ্বরী, তিরুপতি, কাঞ্চি, রামেশ্বরম সহ দেশের তীর্থস্থানগুলিতে ধর্মীয় পর্যটন শিল্পে জোর দেওয়া হতে পারে। সেই সঙ্গে মুসলিম তীর্থস্থানগুলির ক্ষেত্রেও বিশেষ নজর দেবে সীতারামনের বাজেট।

প্রধানমন্ত্রী আবাস যোজনাতেও বিপুল টাকা ঢালতে পারে সরকার। ২০১৫ সালের জুনে চালু হওয়া এই প্রকল্পের মেয়াদ রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। সকলের জন্য বাড়ি প্রকল্পের লক্ষ্যপূরণ না হওয়ায় তার মেয়াদ বাড়ানোর পথে হাঁটতে পারে সরকার।

সীতারামনের কঠিন পরীক্ষা হল মূলধনী ব্যয়, আর্থিক ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ, নতুন পদসৃষ্টি ও নিয়োগ, পরিবহণ ও পরিকাঠামো ক্ষেত্র থেকে আয়বৃদ্ধির ব্যবস্থা করা। এছাড়াও প্রতিরক্ষা খাতে ব্যয়বরাদ্দের প্রস্তাব রেখে দেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদের গরিমা গড়ে তোলার চেষ্টা চালানো হতে পারে। চীন ও পাকিস্তানের বিপদকে শিখণ্ডী করে বিজেপির অর্থমন্ত্রী সীমান্ত অটুট রাখার প্রতিশ্রুতি দিতে পারেন।

এছাড়া শিক্ষা, শিশু ও নারী স্বাস্থ্যে জোর দেওয়া হতে পারে। কারণ ১৪০ কোটির ভারতে এই ক্ষেত্রের ভোটার সংখ্যা সবথেকে বেশি। বিশেষত নতুন ভোটারদের শতকরা ৮০ ভাগই পড়ুয়া। তাই তাদের কাছে পৌঁছাতে চেষ্টা করবেন সীতারামন। সুস্থ সন্তানই গড়ে তুলতে পারে মজবুত ভারত কিংবা নারীই দেশের মূল শক্তি— এ ধরনের কোনও স্লোগানে বিশাল বরাদ্দ দিতে পারেন নির্মলা।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Amit Shah | এই সাংসদ কী এমন বললেন? অমিত শাহ তেতে গেলেন
00:00
Video thumbnail
Abhishek Banerjee | সংসদে অভিষেকের এই বক্তব্য শুনেছেন? চর্চা চলছে সব জায়গায়
00:00
Video thumbnail
Amit Shah | এই সাংসদ কী এমন বললেন? অমিত শাহ তেতে গেলেন
11:32:36
Video thumbnail
Abhishek Banerjee | সংসদে অভিষেকের এই বক্তব্য শুনেছেন? চর্চা চলছে সব জায়গায়
11:36:11
Video thumbnail
বাংলা বলছে | 'নীতি-বৈঠকে' বাংলা ভাগ নিয়ে সোচ্চার মমতা, সাংসদদের বৈঠকে বাজেট-অধিবেশনের ক্লাস নেত্রীর
10:28:41
Video thumbnail
Yogi Adityanath | ইউপি বিজেপিতে হইচই! দিল্লি গেলেন যোগী
11:32:41
Video thumbnail
Mamata Banerjee | কংগ্রেস আগে বললে ভালো হত! কেন এই কথা মমতার মুখে?
11:31:41
Video thumbnail
Narod Narod (নারদ নারদ) | জামালের বাড়িতে গোপন ট্যাঙ্কের হদিশ, উদ্ধার একাধিক নথি
11:05:51
Video thumbnail
BJP West Bengal | রাজ্যে গ্রেফতার বিজেপি নেতা, হুলস্থুল কাণ্ড
10:38:40
Video thumbnail
Suvendu Adhikari | পথে নেমে বিরাট হুঁশিয়ারি শুভেন্দুর! শুনুন কী বললেন
01:02:56