Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকUS School Debate | স্কুলের পড়ুয়াদের যৌনতা নিয়ে লিখতে বলা হল, কী...

US School Debate | স্কুলের পড়ুয়াদের যৌনতা নিয়ে লিখতে বলা হল, কী হল তারপর ?

Follow Us :

ওয়াশিংটন: স্কুলের ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে লেখার সময় যৌনতার টপিক নিয়ে লিখতে বলা হয়েছে। আমেরিকার একট হাইস্কুলের ঘটনা। শিক্ষার্থীদের যৌনতাবিষয়ক অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশ দিয়েছেন শিক্ষক। সেই ঘটনায় সাড়া পড়েছে। অভিভাবকেরা বলছেন, এতে পড়ুয়ারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ সাফাই দিয়েছে, পাঠ্যক্রম মেনেই তাঁরা এই নির্দেশ দিয়েছেন। ওরেগন রাজ্যের ইউজিন (The Eugene School ) শহরের চার্চিল হাইস্কুলে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। পরে অবশ্য পাঠ্যক্রম থেকে ওই অ্যাসাইনমেন্টটি বাদ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে এই নিয়ে বৈঠকে বসেন অভিভাবকেরা। ক্ষুব্ধ অভিভাবকেরা বলেছেন, চার্চিল হাইস্কুলের  ক্লাসে শিক্ষার্থীদের  যৌনতাবিষয়ক অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলেন শিক্ষক কির্ক মিলার (Kirk Miller)। যা নিয়ে বিতর্ক হয়। ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার পর স্কুলের অধ্যক্ষ মিস কোল অভিভাবকদের  চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, তাঁদের স্কুল পাঠ্যক্রম অনুসরণ করছে। তবে অ্যাসাইনমেন্টটি পাঠ্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।  তিনি জানিয়েছেন, এটি আর শিক্ষার্থীদের গ্রেডের অংশ হবে না।

অভিযোগ, অ্যাসাইনমেন্টে যৌনতাবিষয়ক গল্প লিখতে বলা হয় শিক্ষার্থীদের।  বলা হয়েছিল, গল্পটি হবে যৌন কল্পনার ওপর ভিত্তি করে।  তাতেই আপত্তি ওঠে।  বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।  বিশেষ করে ছাত্রীরা সমস্যায় পড়েন।  ঘটনায় শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বজ্ঞানহীনতা ফুটে ওঠে। চার্চিল হাইস্কুলের (Churchill High School) একজন শিক্ষার্থীর অভিভাবক ক্যাথেরিন রজার্স বলেছেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা বিব্রত ও মর্মাহত হয়েছে। পর্যালোচনার পর কীভাবে এ রকম পাঠ্যক্রম অনুমোদন পায় তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।ইউজিন ফোর্থ স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বলা হয়েছে, পাঠ্যক্রম থেকেই শিক্ষক ওই অ্যাসাইনমেন্টটি দিয়েছেন।  তবে স্বাস্থ্য ক্লাসের ঘটনা যাচাই করে জানা গিয়েছে তাতে বেশ কিছু বিষয় নতুন সংযোজন করা হয়ছিল। 

আরও পড়ুন: Nobel Peace Prize | মোদির নোবেল পাওয়ার জল্পনা ভুয়ো, জানালেন খোদ অ্যাসলে তোজে

ঘটনায় এক শিক্ষার্থীর বাবা জাস্টিন ম্যাককল বলেছেন, ওই ঘটনায় আমার মেয়ে ক্লাস রুমে অস্বস্তিকর পরিস্থিতিতে ছিল।  এরকম ঘটনা কেন ঘটবে তা স্কুল কর্তৃপক্ষের দেখা দরকার। স্কুল বোর্ডের সদস্য গর্ডন লাফার ব্যক্তিগত বিবৃতিতে ওই অ্যাসাইনমেন্টের নিন্দা করেছেন। তিনি বলেছেন, এটি আমাদের পাঠ্যক্রমের অংশ হওয়া উচিত নয়।  যে ঘটনায় তীব্র প্রতিক্রিয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।  এই বিষয়টির সাড়া পড়েছে আন্তর্জাতিক মিডিয়াতেও।  শিক্ষা মলহও বিষয়টি নিয়ে সরব হয়েছে। 

 

RELATED ARTICLES

Most Popular