Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাPartha Chatterjee | 'সবাই তৃণমূলে চলে আসবে', বায়রনের যোগদানে মন্তব্য পার্থর, অর্পিতাতে...

Partha Chatterjee | ‘সবাই তৃণমূলে চলে আসবে’, বায়রনের যোগদানে মন্তব্য পার্থর, অর্পিতাতে নীরব

Follow Us :

কলকাতা: বায়রন বিশ্বাসের মতো সবাই তৃণমূলে চলে আসবেন বলে দাবি করলেন জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Bayron Biswas) সোমবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। উপনির্বাচনে জয়ের তিনমাসের মধ্যেই হাত ছেড়ে জোড়াফুলে যোগ দিলেন তিনি। ঘাটালের এক নবজোয়ার কর্মসূচির মঞ্চেই বায়রনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে তুলে দেওয়া হয় তৃণমূলের পতাকা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই নিয়ে মুখ খুললেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়-সহ সাতজনকে আলিপুর আদালতে তোলা হয়। আদালতে ঢোকার মুখে তৃণমূল (TMC) প্রাক্তন মহাসচিবকে প্রশ্ন করা হয়, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এই বিষয়ে কী বলবেন?’ উত্তরে পার্থ বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’ যদিও অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে করা প্রশ্নের জবাবে এদিন চুপই ছিলেন পার্থ। 

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পর থেকে একাধিকবার দলের হয়ে বিভিন্ন মন্তব্য করেছেন পার্থ চট্টোপাধ্যায়। দলের সঙ্গেই যে তিনি রয়েছেন, তা বোঝাতে একবার বলছিলেন, ‘দলের সঙ্গে আছি, আছি, আছি।’ কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেছেন, তো কখনও আবার দলকে ভোটে জেতার শুভেচ্ছা জানিয়েছেন। আর এবারও তৃণমূলের প্রতি যে তাঁর আনুগত্য এখনও কমেনি, তা আরও একবার এদিন বুঝিয়ে দিলেন তিনি। কিন্তু পার্থ দলের সঙ্গে থাকার কথা বললেও তৃণমূল তাঁর সঙ্গে দূরত্ব রেখেই চলছে।

আরও পড়ুন: Kalighater Kaku | নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির দফতরে কালীঘাটের কাকু

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়িয়েছিল তৃণমূল। গ্রেফতারির পরপরই বৈঠকে বসে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সেই বৈঠকে সিদ্ধান্তের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে বলেন, ‘তদন্ত যতদিন না শেষ হবে, ততদিন পার্থ চট্টোপাধ্যায় দল থেকে সাসপেন্ড থাকবেন। উনি আইনের চোখে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারলে তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূলের সব পদ থেকে তাঁকে সরানো হল।’ পাশাপাশি সরকারের তরফেও তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দেন তাঁর অপসারণের। কিন্তু তারপরেও পার্থ দলের বিরুদ্ধে একটি মন্তব্যও করেননি। মঙ্গলবারও তার অন্যথা হল না। এদিনও তৃণমূলের হয়েই মন্তব্য করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
SSC Scam | চাকরি বাতিল মামলায় আজ ১০টি মামলা একত্র করে ফের সুপ্রিম শুনানি
01:09
Video thumbnail
Pandua | ভোট আবহের মধ্য়েই পাণ্ডুয়ায় বোমা ফেটে ১ কিশোরের মৃত্যু
12:41
Video thumbnail
Sandeshkhali | 'গঙ্গাধর ও জবা রানির কণ্ঠস্বর সত্য', কলকাতা টিভিতে বিস্ফোরক দাবি শান্তি দলুইয়ের
04:49
Video thumbnail
Pandua | অভিষেকের সভার আগেই হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত ১ কিশোর, জখম ২
02:27
Video thumbnail
Weather | আজ থেকে মেঘলা আকাশ রাজ্যে, সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি
08:18
Video thumbnail
Ranaghat | মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ জিমের প্রশিক্ষকের বিরুদ্ধে
02:02
Video thumbnail
Mamata Banerjee | আজ ফের কেষ্টহীন-বীরভূমে মমতা, শতাব্দী রায়ের সমর্থনে সাঁইথিয়ায় সভা
03:15
Video thumbnail
Sagor Dutta Hospital | ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র সাগরদত্ত হাসপাতাল
02:14
Video thumbnail
Shah-Mamata | ভোট আবহে আজ দুর্গাপুরে শাহ বনাম মমতা
05:03
Video thumbnail
Jharkhand | ভোট আবহে রাঁচিতে টাকার পাহাড়! ঝাড়খণ্ডের মন্ত্রীর আপ্ত সহায়কের পরিচারকের বাড়িতে হানা
03:35