Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAnandapur Child Incident: ওয়াশরুমে যেতে না চাওয়ায় বাবার চড়ে মৃত্যু তিন বছরের...

Anandapur Child Incident: ওয়াশরুমে যেতে না চাওয়ায় বাবার চড়ে মৃত্যু তিন বছরের শিশুর

Follow Us :

কলকাতা:  ওয়াশ রুমে (washroom) না যেতে চাওয়ায় মদ্যপ বাবার চড়ে মৃত্যু হল তিন বছরের শিশুর। গত ৬ নভেম্বর আনন্দপুর থানা  (anandapurps) এলাকার ঘটনা। মৃত শিশুর দিদিমার অভিযোগের ভিত্তিতে আটক করা হয় অভিযুক্ত বাবাকে। শনিবার রাতে বিজয় বড়াল (bijoy boral) নামে ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জেরায় জানিয়েছে, তার ছেলে পায়খানা করতে চায়। সে তখন মদ (wine) পান করছিল। সেসময় বাচ্চাকে (child) ওয়াশরুমে চলে যেতে বলে। কিন্তু, শিশুটি একা ওয়াশরুমে যেতে চায়নি। মদ খাওয়ার সময় বিরক্ত করায় তখন সে ছেলেকে চড় মারে। চড় খেয়ে দেওয়ালে ধাক্কা লেগে জ্ঞান হারায় শিশুটি। পরে মরে গিয়েছে বুঝতে পেরে সে দাগ মোছার জন্য তড়িঘড়ি তেল দিয়ে গায়ে মালিশ করে দেয়। তারপর ব্ল্যাঙ্কেটে মুড়ে ফেলে। 

জেরায় অভিযুক্ত আরও জানিয়েছে, ঘটনার পর তার স্ত্রী বাড়ি ছিল না। ঘটনার আকস্মিকতায় প্রথমে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল বিজয়। সেখান থেকে স্ত্রী শনি বড়ালকে ফোন করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। তারপর বাড়ি এসে তেল মালিশ করে ব্লাঙ্কেটে শিশুটিকে জড়িয়ে ফেলে অভিযুক্ত। স্ত্রী বাড়ি ফিরলে সে জানায়, ছেলে বালতির (bucket) মধ্যে জলে পড়ে গিয়েছিল। তাতেই মৃত্যু হয়েছে। পরের দিন শেষকৃত্যও করা হয়েছে শিশুটির।

আরও পড়ুন: Miscreant Arrest with fire Arms: বেআইনি আগ্নেয়াস্ত্র সহ শাসন-হাড়োয়া এলাকা থেকে গ্রেফতার দুষ্কৃতী 

কিন্তু, ওই ঘটনায় শিশুটির বাবার কথায় অসংলগ্নতার জন্য দিদিমার সন্দেহ হওয়ায় তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাতেই ভেঙে পড়ে সে ঘটনার কথা স্বীকার নেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, মাথার পিছনে ও মেরুদণ্ডের সংযোগস্থলে আঘাত লেগেছিল। মনে করা হচ্ছে দেওয়ালে আঘাত লেগে শিশুটির মৃত্যু হয়েছে।  

 

RELATED ARTICLES

Most Popular