Placeholder canvas

Placeholder canvas
HomeJustin Trudeau | আমরা সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে, ভারতকে আশ্বস্ত করার চেষ্টা কানাডার...
Array

Justin Trudeau | আমরা সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে, ভারতকে আশ্বস্ত করার চেষ্টা কানাডার প্রধানমন্ত্রীর 

Follow Us :

ওটাওয়া: কানাডার (Canada) মাটিতে খলিস্তানি (Khalistan) কার্যকলাপের নিন্দা করেছিল ভারত (India)। তার প্রতিক্রিয়া দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। তিনি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় করা পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার এবং তা-ই করতে থাকবে। তিনি এও জানান, খলিস্তান সমর্থক এবং জঙ্গিদের প্রতি কানাডার সরকার নরম মনোভাব দেখাচ্ছে এটা ভাবা ভুল। 

সম্প্রতি কানাডায় খলিস্তানি কর্মকাণ্ড বেড়েছে। জায়গায় জায়গায় পড়েছে পোস্টার, তাতে সে দেশে অবস্থিত ভারতীয় কূটনীতিকদের ‘খুনি’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ৮ জুলাই টরন্টো (Torornto) শহরে খলিস্তান সমর্থকদের বড় মিছিল বেরনোর কথা। ভারতীয় কূটনীতিকদের নাম কানাডায় জুড়ে খলিস্তানিদের মুখে ভেসে বেড়াচ্ছে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে কানাডার দূতকে নয়াদিল্লিতে (New Delhi) গত সোমবার তলব করা হয়েছিল। খলিস্তানিদের বাড়বাড়ন্ত ঠেকাতে উদ্যোগও নিয়েছে ভারত সরকার। 

আরও পড়ুন: China Flood | চীনে ভয়াবহ বন্যা, ভেঙে পড়ল আস্ত বাড়ি 

কানাডার প্রধানমন্ত্রী বুঝতে পারেন, ভারত রুষ্ট হয়েছে। তাই তিনি বলেন, “ওরা ভুল করছে। হিংসা এবং হিংসার হুমকিকে কানাডা সর্বদা গুরুত্ব দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা সবসময় কড়া পদক্ষেপ নিয়েছি এবং আমরা তাই করব।” ট্রুডো আরও বলেন, “আমাদের দেশ চরম বৈচিত্র্যপূর্ণ, দেশে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, তবে সব ধরনের হিংসা এবং চরমপন্থাকে যাতে নির্মূল করতে পারি সেটাও সুনিশ্চিত করি।”  

সোমবার কানাডার দূতকে তলব করার পরদিনই ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার ব্যাপারে নয়াদিল্লিকে আশ্বস্ত করে কানাডা। খলিস্তানিদের র‍্যালি এবং অনলাইন পোস্টারে যে সমস্ত কথা লেখা হচ্ছে তাকে ‘অগ্রহণযোগ্য’ বলেও আখ্যা দেয় ট্রুডোর সরকার। এক বিবৃতিতে কানাডার বিদেশমন্ত্রী মেলানি জলি (Melanie Joly) বলেন, কিছু লোকের কার্যকলাপ সমগ্র কানাডাকে বোঝায় না। এর আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar) জানিয়েছিলেন, কানাডা, আমেরিকা (US) এবং ব্রিটেনের (UK) মতো ‘পার্টনার’ সরকারকে চরমপন্থী খলিস্তানি মতবাদকে জায়গা না দিতে বলেছে ভারত।       

RELATED ARTICLES

Most Popular