Placeholder canvas

Placeholder canvas
HomeদেশRahul-Pawar Meet | নীতীশের পর পাওয়ারের সঙ্গে বৈঠক রাহুলের, জোটবার্তা বিজেপি-বিরোধীদের

Rahul-Pawar Meet | নীতীশের পর পাওয়ারের সঙ্গে বৈঠক রাহুলের, জোটবার্তা বিজেপি-বিরোধীদের

Follow Us :

নয়াদিল্লি: নীতীশ কুমার এবং তেজস্বী যাদবের পর এবার সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ‘বিদেশিনী’ ইস্যুতে কংগ্রেস-ত্যাগী শরদ পাওয়ারকে (Sharad Pawar) আলোচনার টেবিলে বসাতে সমর্থ হলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) বাসভবনে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন রাহুল এবং কে সি বেণুগোপাল। ২০২৪ সালে বিজেপি বিরোধী জোট গড়ার লক্ষ্যেই এই বৈঠক বলে জানিয়েছেন তাঁরা। বৈঠকের শেষে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল বলেন, বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এটা তো সবেমাত্র শুরু। সব দল ঐক্যবদ্ধ হতে তৈরি।

মল্লিকার্জুন খাড়্গে বলেন, বিরোধী দলগুলি একজোট হতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাঁরা সকলের সঙ্গেই কথা বলছেন। দেশকে বাঁচাতে সব দলের এক ছাতার তলায় আসা জরুরি, বলেন খাড়্গে। পাওয়ার আলোচনার শেষে জানান, এ তো সবে মাত্র শুরু। তৃণমূলসহ অন্যান্য দলের সঙ্গেও আলোচনা হবে। 

আরও পড়ুন: Covid Death | রাজ্যে করোনার বলি ২, রিজেন্ট পার্কের পর রায়গঞ্জে মৃত্যু প্রৌঢ়ের

লোকসভা ভোটের (Lok Sabha Vote 2024) আগে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ চড়চড় করে চড়ছে। ২০২৪ সালে বিজেপিকে (BJP) হটাতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে সব দলই। এই অবস্থায় বুধবার রাজধানীতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejaswi Yadav)। 
অনেকেই মনে করছেন, বিজেপি-বিরোধী লড়াইয়ে কংগ্রেসের (Congress) নেতৃত্বে জোট গঠনের মালা গাঁথতে সুচ-সুতো নিয়ে নেমে পড়লেন নীতীশ কুমার। এক্ষেত্রে সমঝোতার সূত্র কতদূর গড়াবে তা অনুমান না করা গেলেও নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী মুখ করে এগতেও পারে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস সম্পর্কে অন্য অনেক দলের আপত্তি থাকলে, রাহুল গান্ধী-মল্লিকার্জুন খাড়্গের দল প্রয়াত রাজীব গান্ধীর ফর্মুলায় পিছন থেকে সমর্থন জুগিয়ে বকলমা সরকার গঠনে সম্মত হতে পারে।

এইসব যদি-কিন্তুর ভাবনার মধ্যেই কংগ্রেস এবং সংযুক্ত জনতা দল ও রাষ্ট্রীয় জনতা দলের দুই শীর্ষ নেতাদের বৈঠককে খাটো করে দেখছেন না কেউই। কারণ, বৈঠকের শেষে খোদ রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, ঐতিহাসিক পদক্ষেপ। এটা বিরোধীদের ঐক্যবদ্ধ করার একটা প্রক্রিয়া। ধীরে ধীরে তা একটা আকার নিতে চলেছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও (Mallikarjun Kharge) সাংবাদিকদের বলেন, ঐতিহাসিক বৈঠক হয়েছে। আগামী ভোটে সব বিরোধী দলকে এক ছাদের তলায় আনাই এই বৈঠকের লক্ষ্য ছিল। 

খাড়্গের বাড়িতে আয়োজিত এই আলোচনায় হাজির ছিলেন রাহুল গান্ধী, খাড়্গে, নীতীশ কুমার, তেজস্বী যাদব ছাড়াও সংযুক্ত জনতা দলের সভাপতি রাজীবরঞ্জন সিং, আরজেডির রাজ্যসভা সদস্য মনোজকুমার ঝা এবং কংগ্রেস নেতা সলমন সিং।

নীতীশ কুমারের মতে, যত বেশি সম্ভব অ-বিজেপি দলগুলিকে ঐক্যবদ্ধ করাই এই আলোচনার লক্ষ্য ছিল। বৈঠকের আগে নীতীশ কুমার আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদবের সঙ্গেও কথা বলে যান। খাড়্গে তাঁর টুইটেও দেশের সংবিধান রক্ষা ও দেশের মানুষকে বাঁচাতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। এর আগে তিনি ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও কথা বলেন। 

লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিজেপি-বিরোধী আওয়াজ জোরাল হচ্ছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিজেপি হটানোর ডাক দিয়ে বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন। যদিও এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি এই যজ্ঞে থাকবে কিনা তা স্পষ্ট করেনি। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Locket Chatterjee | ‘আইপ্যাকের ছেলেরা টাকা নিয়ে ঢুকেছে’, তৃণমূলের এজেন্টকে বের করে দিলেন লকেট!
00:00
Video thumbnail
Loksabha Election 2024 | ভোটে হাওড়ায় হাতাহাতি, তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বচসা
02:18
Video thumbnail
Loksabha Election 2024 | চলতি নির্বাচনে কার দখলে যাবে হাওড়া লোকসভা কেন্দ্র?
02:20
Video thumbnail
Loksabha Election| দিল্লির কুর্সি দখলের লড়াইয়ের পঞ্চম দফা, বাংলায় শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁয় ভোট
01:52
Video thumbnail
Loksabha Election 2024 | ভোটে উত্তপ্ত স্বরূপনগর, বিজেপি কর্মীদের লোহার রড দিয়ে 'মারধর'
05:02
Video thumbnail
Lok Sabha Elections 2024 | সকাল থেকে ‘অ্যাকশন মোডে’ দীপ্সিতা, জেতার পক্ষে আশাবাদী সিপিএম প্রার্থী
02:27
Video thumbnail
Lok Sabha Election 2024 | ধনেখালিতে 'ভুয়ো' এজেন্ট ধরলেন লকেট, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও ধমক লকেটের
03:02
Video thumbnail
Rachna Banerjee | 'আজ কোনও হুঙ্কারের দিন নয়, খুশির দিন', মানুষের রায় নিয়ে আশাবাদী রচনা ব্যানার্জি
01:25
Video thumbnail
Lok Sabha Election 2024 | কাঁচড়াপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে ভোটে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
02:52
Video thumbnail
Lok Sabha Election 2024 | আমডাঙায় বুথে বুথে উত্তেজনা! BJP এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ
02:43