মুম্বই: ছন্দা ও দীপক কোচরকে সিবিআই গ্রেফতারি ছিল বেআইনি। আইসিআইসিআই-ভিডিওকন ঋণ মামলায় রায় বোম্বে হাইকোর্টের।
গত বছরের ৯ জানুয়ারি ওই দুজনকে অন্তর্বর্তী জামিন মঞ্জুর। বিচারপতি অনুজা প্রভুদেশাই ও বিচারপতি এন আর বোরকার সেই জামিন আজ চূড়ান্ত করে।
আরও পড়ুন: শুভেন্দুই ষড়যন্ত্র করে কলকাঠি নাড়ছে, মন্তব্য মন্ত্রী শশীর
ছন্দা ছিলেন আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার। ভিডিওকন গ্রুপকে ২০১২ তে ৩২৫০ কোটি টাকা ঋণ মঞ্জুরীর ক্ষেত্রে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ। যার দ্বারা ছন্দার স্বামী ও পরিবারের সদস্যরা লাভবান হয়েছেন বলে অভিযোগ। সেই সূত্রে সিবিআই দ্বারা গ্রেফতার।
দীপকের কোম্পানি ন্যু রিনুয়েবল সংস্থায় বিনিয়োগ ভিডিওকনের। পরবর্তীকালে ঋণের পুরো অংকটাই নন পারফর্মিং অ্যাসেট হিসেবে ঘোষিত।
দেখুন আরও অন্যান্য খবর: