Placeholder canvas

Placeholder canvas
HomeদেশMamata Mumbai Mission: ইউপিএ বলে কিছু নেই, আরব সাগরে ঢেউ তুললেন মমতা

Mamata Mumbai Mission: ইউপিএ বলে কিছু নেই, আরব সাগরে ঢেউ তুললেন মমতা

Follow Us :

মুম্বই: আরব সাগরের তীর থেকে এবার দিল্লি চলোর (Delhi Chalo) ডাক৷ সৌজন্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee) এবং এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar)৷

বর্ষণশিক্ত বাণিজ্যনগরীর দুপুর যেন রাজনীতির কুরুক্ষেত্র৷ প্রায় ঘণ্টাখানেক বৈঠক করলেন মমতা, শরদ এবং অভিষেক৷ তার পর চিরাচরিত ভঙ্গিতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ ৷ আক্রমণ ইউপিএ-র বিরুদ্ধেও৷ দিল্লিতে দিন কয়েক থাকার পরেও সোনিয়া গান্ধীর সঙ্গে না দেখা হওয়া৷ আঁচ করা গিয়েছিল সেখানেই৷ আজ যেভাবে তৃণমূল নেত্রী বললেন, ‘ইউপিএ বলে কিছু নেই’ তা বুঝিয়ে দিল সোনিয়া-মমতার দুরত্ব৷

প্রবীণ রাজনীতিক হিসেবে মমতা মাইক তুলে দিয়েছিলেন শরদ পাওয়ারের হাতেই৷ আজকের বৈঠকে সারমর্ম বললেন শরদ নিজেই৷ বললেন, কথা হয়েছে সৌজন্যের পরিবেশে৷ সদর্থক হয়েছে আলোচনা৷ জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোটকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি৷ আগামিদিনে আরও অনেক পথ চলতে হবে৷ এনসিপি প্রধানের কথায়, বিজেপি গোটা দেশে সন্ত্রাসের রাজস্ব কায়েম করেছে৷ গণতন্ত্র মুছে দিয়েছে৷ এভাবে কোনও দেশ চলতে পারে না৷ আমরা এর বিরুদ্ধে আন্দোলন করব৷

আরও পড়ুন: Mamata Mumbai Mission: প্রধানমন্ত্রী কে হবেন বড় বিষয় নয়, বিজেপিকে বোল্ডআউট করাই লক্ষ্য, মুম্বইয়ে বললেন মমতা

শরদ যেখানে শেষ করলেন সেখান থেকেই যেন বিজেপি বিরোধী জোটে ‘পাওয়ার’ তুললেন মমতা৷ তৃণমূল নেত্রীর কথায়, শরদ পাওয়ারের কথাই আমার কথা৷ আমাদের কথা৷ বিজেপি বিরোধী জোটকে আরও মজবুত করতে হবে৷ যাঁরা আন্দোলন করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, তাঁরাই আমাদের সঙ্গে আছেন৷ চুপ করে থেকে কোনও প্রতিবাদ হয় না৷ এর পরেই মমতার কটাক্ষ, ইউপিএ-র দিকে৷ এই নামে কোনও জোট আছে নাকি…? আরব সাগরের তীর থেকে ফের নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়ে গেল যেখানে ঠাঁই নেই কংগ্রেসের৷ বুঝতে অসুবিধা হল না৷

RELATED ARTICLES

Most Popular