Placeholder canvas

Placeholder canvas
HomeScrollইডির একমাত্র লক্ষ্য আমায় ফাঁদে ফেলা, আদালতে বললেন কেজরিওয়াল
Arvind Kejriwal

ইডির একমাত্র লক্ষ্য আমায় ফাঁদে ফেলা, আদালতে বললেন কেজরিওয়াল

বৃহস্পতিবার তাঁকে তোলা হল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে

Follow Us :

নয়াদিল্লি: ছয়দিনের ইডি এফাজত শেষ হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। বৃহস্পতিবার তাঁকে তোলা হল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court)। আদালতে নিজের মামলার সওয়াল নিজেই করে কেজরিওয়াল বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) উদ্দেশ্য ছিল আম আদমি পার্টিকে চূর্ণ করা। তিনি এও বলেন, কেন্দ্রীয় এজেন্সির একমাত্র মিশন তাঁকে ফাঁদে ফেলা।

এদিকে গ্রেফতার হওয়া কেজরিওয়াল মুখ্যমন্ত্রিত্ব করতে পারেন কি না তা নিয়ে আদালতে মামলা ওঠে। গ্রেফতার হওয়া কেউ মুখ্যমন্ত্রিত্ব করতে পারেন না, এমন কোন আইনি বাধা যদি থাকে তা আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহন ও বিচারপতি প্রীতম সিং অরোরা।

আরও পড়ুন: বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে কায়েমি স্বার্থ! প্রধান বিচারপতিকে চিঠি

সাংবিধানিক কোনও খামতি থাকলে রাষ্ট্রপতি অথবা গভর্নর পদক্ষেপ করতে পারেন। এমন কোনও বিচার বিভাগীয় হস্তক্ষেপের উদাহরণ আছে কি? দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তিনি মনে করলে রাষ্ট্রপতির কাছে যাবেন। এমন একটি বিষয়ে বিচার বিভাগীয় নাক গলানোর সুযোগ নেই। কেজরিওয়াল সম্পর্কিত মামলায় অভিমত আদালতের।

RELATED ARTICLES

Most Popular