HomeScroll'নিখোঁজ' তৃণমূল নেতার খোঁজে পাথর খাদানে পুলিশ
TMC Leader Missing In Mohammad Bazar

‘নিখোঁজ’ তৃণমূল নেতার খোঁজে পাথর খাদানে পুলিশ

Follow Us :

সাঁইথিয়া: গত ৬ দিন ধরে নিখোঁজ থাকা আইএনটিটিইউসি নেতার সন্ধান চলছে পাথর খাদানে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন ব্লক সভাপতি সাবেরআলি খানের ভাইপো সালাউদ্দিন খান। তা নিয়ে পুলিসের দ্বারস্থ হয়েছিল পরিবার। কিন্তু এতদিন পর বৃহস্পতিবার সালাউদ্দিনের খোঁজ না পেয়ে একটি পাথর খাদানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহম্মদবাজার থানা এলাকার তালবাঁধে একটি পাথর খাদানে খনন করে চলছে ওই ব্যক্তির সন্ধান। পরিবারের অভিযোগ, পাথর খাদানে জমি লিজ দেওয়াকে ঘিরেই বিবাদের জেরে খুন করা হয়েছে সালাউদ্দিনকে।

জানা গিয়েছে, সালাউদ্দিনের বাড়ি সাঁইথিয়ার ফুলুরের বহরাপুরে। কিন্তু তিনি পরিবার নিয়ে সিউড়ি শহরের লালকুঠি পাড়াতে ভাড়া থাকতেন। মহম্মদবাজারে পাথর কেনাবেচা, জমি বিক্রি থেকে ক্র্যাশারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সে কারণে একাধিক পাথর ব্যবসায়ী থেকে জমি দালাল সকলের সঙ্গে ওঠাবসা ছিল। পরিবারের অভিযোগ, শুক্রবার দুপুরে একটি ফোন আসার পরই স্কুটি নিয়ে সালাউদ্দিন মহম্মদবাজার দিকে চলে যান। যদিও সে সময় তাঁর দামি মোবাইলটি বাড়িতেই রেখে যান বলে জানা যায়। কিন্তু তারপর থেকে বাড়ির সদস্যরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। ফোন সুইচড অফ থাকে। এরপর একদিন ছেড়ে পরের দিন হয়ে যায়। কিন্তু না আসে ফোন না পাওয়া যায় সালাউদ্দিনের সন্ধান। শেষমেশ উপায় না পেয়ে সিউড়ি থানার দারস্থ হন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: নির্বাচন কমিশনকে মেসোমশাই বলে নতুন বিতর্কে দিলীপ ঘোষ

RELATED ARTICLES

Most Popular