মুম্বই: মুম্বইয়ের রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুম্বইয়ের গ্রান্ট রোড লাগোয়া কামাঠিপুরা এলাকায়। ওই এলাকাতেই রয়েছে এশিয়ার অন্যতম পুরনো যৌনপল্লি। অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকাতেও। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ২টো নাগাদ ওই রেস্তরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা রেস্তরাঁয়। তড়িঘড়ি আশপাশের একটি মল এবং একটি উঁচু ভবন খালি করে দেওয়া হয়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় এদিন সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: দিনে তিন কাপ চা খেলে আপনিও হয়ে উঠবেন ‘জওয়ান’
পুরসভার এক আধিকারিক বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর রেস্তরাঁর শৌচাগার থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। রেস্তরাঁয় আর কেউ আটকে পড়েছিলেন কি না, তা-ও খুঁজে দেখা হচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: