Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsSeema Prosthetic leg: সোনু সুদের সৌজন্যে কৃত্রিম পা পেল বিহারের ছোট্ট সীমা

Seema Prosthetic leg: সোনু সুদের সৌজন্যে কৃত্রিম পা পেল বিহারের ছোট্ট সীমা

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: এক পায়ে লাফিয়ে স্কুলে যেত সেই ছোট্ট সীমা। দশ বছরের ওই খুদের স্কুলে যাওয়ার খবরে দেশের সমস্ত মানুষের চোখে জল এসেছিল। এবার কৃত্রিম পা লাগানো সেই সীমার ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা সোনু সুদ। ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, এখন দুপায়ে স্কুলে যাবে সীমা। এক আইএএস অফিসারও নিজের টুইটারে শেয়ার করেছেন সীমার ছবি। টুইটে তিনি লেখেন, নেট দুনিয়ার ক্ষমতা।

প্রসঙ্গত, কয়েক বছর আগে দুর্ঘটনার কবলে পড়ায় একটি পা কেটে বাদ দিতে হয় বিহারের জামুইয়ের বাসিন্দা সীমার। কিন্তু পা হারিয়েও স্কুলে যাওয়ার ইচ্ছে কমেনি তার। এক পায়েই লাফাতে লাফাতে সে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের স্কুলে যেত প্রতিদিন। সেই ভিডিয়োই ভাইরাল হয় নেট দুনিয়ায়। তা নজরে আসে দেশবাসীর। ওই ভিডিয়ো নজরে পড়ে অভিনেতা সোনু সুদেরও।

আরও পড়ুন: Mumbai Rape: মুম্বইয়ে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ক্যাবচালক

ওই ভিডিয়ো দেখেই সীমার বাড়িতে চলে যান জেলাশাসক অবনীশ কুমার। তিনি সীমাকে একটি ট্রাই সাইকেল দেন। জেলাশাসক জানান, জেলা প্রশাসন ওর জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থাও করে দেবেন। সীমার এক পায়ে স্কুলে যাওয়ার ভিডিয়ো দেখে সোনু সুদ টুইটে লেখেন, এরপর আর এক পায়ে নয়, সীমা স্কুলে যাবে দু’পায়েই। যুদ্ধকালীন তৎপরতায় সোনু কৃত্রিম পায়ের ব্যবস্থা করে নেন। এখন থেকে দুপায়েই স্কুলের পথে দৌড়বে ছোট্ট সীমা।

RELATED ARTICLES

Most Popular