Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsUPA: ইউপিএ-র প্রশ্নে মমতার মন্তব্যে তৃণমূল-কংগ্রেস সংঘাত চরমে

UPA: ইউপিএ-র প্রশ্নে মমতার মন্তব্যে তৃণমূল-কংগ্রেস সংঘাত চরমে

Follow Us :

নয়াদিল্লি: মুম্বইয়ে এনসিপির প্রবীণ নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ইউপিএ-র অস্তিত্ব অস্বীকার করেন। বৃহস্পতিবার ইউপিএ (UPA) প্রশ্নে সরগরম জাতীয় রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করল কংগ্রেস৷

একাধিকবার ইউপিএ ছেড়ে এনডিএ (NDA) জোটে শামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমোকে (Mamata Banerjee) তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে বলল কংগ্রেস৷ মমতার লড়াই কংগ্রেসের বিরুদ্ধে নাকি বিজেপির বিরুদ্ধে, সংবাদমাধ্যমের কাছে তা নিয়েও প্রশ্ন রেখেছেন কংগ্রেস নেতারা৷
বৃহস্পতিবার টুইট করে তৃণমূলের (TMC) দিকে নিশানা করেন রাহুল ঘনিষ্ঠ নেতা কপিল সিব্বল (Kapil Sibal)৷ তিনি লেখেন, ‘কংগ্রেস ছাড়া ইউপিএ একটি আত্মাহীন দেহ। এখন সময় বিরোধী ঐক্য দেখানোর।’

পরে রণদীপ সুরজেওয়ালা, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরীরা এক সাংবাদিক বৈঠকে মমতাকে কড়া আক্রমণ করেন৷ গোয়া, উত্তরাখণ্ড-সহ একাধিক রাজ্যে কংগ্রেস নেতাদের তৃণমূলে যোগদান করানো ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসকে প্রধান শত্রু ভাবার অভিযোগ তোলা হয়েছে৷ রণদীপ সুরজেওয়ালার বক্তব্য, ‘গোয়া, উত্তরাখণ্ডে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের জয় নিশ্চিত৷ সেখানে কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করছেন মমতা দিদি৷ তিনি কী চাইছেন? কংগ্রেসের ঘর ভেঙে বিজেপির হাত শক্ত করতে চাইছেন?’

সুরজেওয়ালার আরও বলেন, ‘বাজপেয়ীজির আমলে এনডিএ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিজেপির সঙ্গে জোট বেঁধে মন্ত্রিত্ব নিয়েছেন৷ পরে এনডিএ ছেড়ে ইউপিএ সরকারেও মন্ত্রী হয়েছেন৷ এখনও আবারও বলছেন ইউপিএ কী?’ জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীর কংগ্রেসের নীতি-আদর্শ মেনে রাজনীতিতে আসা মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ‘ফ্যাসিবাদী’ হয়ে উঠছেন বলেও অভিযোগ কংগ্রেসের৷
সুরজেওয়ালার বক্তব্য, ‘মমতা দিদি কার বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে, নাকি জ্বালানি, বেকারত্ব-সহ একাধিক ইস্যুর বিরুদ্ধে লড়াই করা কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে চাইছেন, তা মমতার আত্মসমালোচনা করার দরকার রয়েছে৷’

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি বিরোধী জোটকে আরও মজবুত করতে হবে ৷ যাঁরা আন্দোলন করেন, অন্যায়ের প্রতিবাদ করেন, তাঁরাই আমাদের সঙ্গে আছেন ৷ চুপ করে থেকে কোনও প্রতিবাদ হয় না ৷ এর পরেই মমতার কটাক্ষ, ইউপিএ-র দিকে ৷ এই নামে কোনও জোট আছে নাকি…? কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট দশ বছর ভারত শাসন করেছিল, সেই ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ-র কোনও অস্তিত্ব নেই বলে দাবি করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন – প্রধানমন্ত্রীপরের ভাবনা, বিজেপিকে বোল্ডআউটই লক্ষ্য: মমতা

এর আগেও ধারাবাহিক ভাবে কংগ্রেসের দিকে আঙুল তুলতে দেখা গিয়েছিল তৃণমূলকে । কখনও দলীয় মুখপত্রে কখনও আবার অভিষেক, কখনও মমতা নিজে । এমনকি, সম্প্রতি দিল্লি সফরে গেলেও তৃণমূল নেত্রী কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধিকে এড়িয়ে যান । তার পর থেকেই শুরু হয়েছিল নতুন জল্পনা। কিন্তু, এই প্রথম সুর চড়াল কংগ্রেস।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalna News | কালনায় জুতোর গোডাউনে ভয়াবহ আগুন, গ্রিল ভেঙে উদ্ধার বাড়ির মালিক
01:27
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | বলছে, বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা, আমরা দিচ্ছি চালের টাকা N
05:29
Video thumbnail
Murshidabad News | মুর্শিদাবাদের সালারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ করে বোমাবাজি, বোমাবাজিতে জখম পুলিশ
03:00
Video thumbnail
Top News | বঙ্গ বিজেপির বিজ্ঞাপন বিভ্রাট! বিজেপি কর্মীদের মারধর ও হুমকির অভিযোগ
44:17
Video thumbnail
Beyond Politics | নেহেরু না মোদি ?
11:54:56
Video thumbnail
Kalna Fire | কালনায় একটি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
02:06
Video thumbnail
Sandeshkhali News | সন্দেশখালিতে নতুন উত্তেজনা মহিলাদের হাতে ঝাঁটা, কটাক্ষ তৃণমূলের
06:46
Video thumbnail
North Dinajpur News | উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় উল্টে গেল ‌কলকাতা-শিলিগুড়ি বাস!মৃত ২, আহত ১৫
01:23
Video thumbnail
Abhishek Banerjee | প্রতিমা মণ্ডলের সমর্থনে, ডায়মন্ড হারবারে রোড শো করবেন তৃণমূল সেনাপতি
02:55
Video thumbnail
Cpim News | সব্যসাচী চ্যাটার্জির হয়ে জাপানি গেট থেকে কদমতলা পর্যন্ত প্রচারে কর্মী সমর্থকরা
01:18