জ্যোতিষশাস্ত্র: হিন্দু শাস্ত্র মতে তুলসি গাছকে (Tulsi Plant) খুবই পবিত্র মানা হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে, তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। এটা বিশ্বাস করা হয় যে তুলসী যে বাড়িতে থাকে সেখানে সর্বদা দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে। চলতি বৈশাখে তুলসি গাছ সম্পর্কিত বেশ কিছু নিয়ম মেনে চললে মঙ্গল হবে-
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪২)
- রোজ বাড়ির নারায়ণকে তুলসি দিন। চন্দন, গঙ্গাজল-সহকারে এই পুজো করুন। তাহলে মঙ্গল হবে।
- বৈশাখের (Boishakh) দাবদাহে চারিদিক একেবারে শুকনো। এই সময় তুলসী গাছে ঝরা দেওয়ার রেওয়াজ রয়েছে। একটি মাটির ঘটে ছিদ্র করে তুলসী গাছের উপর ঝুলিয়ে রাখলে ও তাতে জল দিলে শ্রীহরি প্রীত হন। তবে জ্যোতিষ বিজ্ঞানীদের মতে রবিবার, একাদশী, সূর্যগ্রহণের দিন তুলসিগাছে জল দিতে নেই।
- বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে সাদা তুলসির পুজো করলে গেলক বৃন্দাবনে প্রবেশ করা যায়।
- নিয়ম মেনে বৈশাখ মাসে তুলসি তলায় সকালে জল আর সন্ধ্যেতে প্রদীপ জ্বালুন, সমৃদ্ধি আসবে।
- বৈশাখ, কার্তিক এবং মাঘ মাসে প্রাতঃস্নান সারার পরামর্শ দেওয়া হয়। সূর্য উদয়ের ৪৮ মিনিটের মধ্যে স্নান করলে শুভ।
আরও খবর দেখুন