নয়াদিল্লি: ইজরায়েল (Israel) প্যালেস্তাইন যুদ্ধে বড় পদক্ষেপ নয়াদিল্লির (New Delhi)। এয়ার ইন্ডিয়া (Air India) সমস্ত ফ্লাইট বাতিল করল। এয়ার ইন্ডিয়া ৭ অক্টোবর দিল্লি থেকে তেল আবিবের একটি ফ্লাইট AI140 বাতিল করে এবং সেইসঙ্গে ইসরায়েল থেকে ফেরত একটি বিমান বাতিল করে। জার্মান এয়ারলাইন লুফথানসা সহ অন্যরা জন্য বেশিরভাগ ফ্লাইট কমানোর পরিকল্পনা নিয়েছে।
লুফথানসা, সুইস এয়ার, এবং তুর্কি এয়ারলাইন্স সহ অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। তেল আবিবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, লুফথানসা ফ্রাঙ্কফুর্টে একটি একক ফ্লাইট বজায় রাখবে তবে এই শনিবারের জন্য তেল আবিব থেকে আসা এবং থেকে লুফথানসার অন্যান্য সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে, এয়ারলাইন্সের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন।
এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, যাত্রী ও ক্রুদের স্বার্থ এবং নিরাপত্তার জন্য তেল আবিব থেকে দিল্লির ফিরতি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছে৷ যাত্রীদের প্রয়োজনীয়তা অনুসারে সমস্ত সহায়তা দেওয়া হচ্ছে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন। এদিকে, এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে ভারত থেকে তেল আবিবের সমস্ত ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ইজরায়েল ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক থাকতে এবং সুরক্ষা প্রোটোকল পালন করার জন্য নির্দেশিকাও জারি করেছে।
আরও পড়ুন: বিশ্বকাপের ম্যাচের আগে এ যেন অন্য চেন্নাই!
ইসরায়েলি সামরিক বাহিনী কাফার আজা, সেডেরট, সুফা, নাহাল ওজ, ম্যাগেন, বেইরি এবং রেইম সামরিক ঘাঁটি সহ গাজা উপত্যকার সীমান্তের কাছে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শনিবার সকালে ইসরায়েলে ৫ হাজারের বেশি রকেট হামলা চালায় হামাস। এরপর প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকাশ, জলপথে বোমাবর্ষণ করে। হামাসের হামলার জবাবে আমরা অপারেশন ‘আয়রন সোর্ডস’ শুরু করেছি।’ বলা হচ্ছে, এ পর্যন্ত হামাসের ১৭টি অবস্থানে হামলা চালিয়েছে ইসরাইল।
হামলায় ইজরায়েলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। আহত প্রায় ৯০০। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধের পরিস্থিতিতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সেই সঙ্গে হামাস হামলার তীব্র নিন্দা।
আরও অন্য খবর দেখুন