Placeholder canvas
HomeScrollকাকদ্বীপে পুড়ে গেল আস্ত একটি বসতবাড়ি

কাকদ্বীপে পুড়ে গেল আস্ত একটি বসতবাড়ি

বাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি

কাকদ্বীপ: পুড়ে গেল আস্ত একটি বসতবাড়ি। দক্ষিণ চব্বিশ পরগনা (South 24 Pargana) জেলার কাকদ্বীপ (Kakdwip) বিধানসভার হারুউডপয়েন্ট কোস্টাল থানার মাইতির চক এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সেসময় বাড়িতে কেউ ছিলেন না। সেজন্য প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কীভাবে লাগলো আগুন তা নিয়ে ধোঁয়াশা।

ঘটনার খবর পেয়ে হারুউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ পৌঁছয়। ঘটনাস্থলে দমকল বাহিনী ও হারুউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ বহু চেষ্টা করে আগুন নেভানোর কাজ করে। তবে শেষ রক্ষা করা গেল না। ওই বসত বাড়িটি আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে গেল।

আরও পড়ুন: জয়নগরে শুট আউট, খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিকের নাম মাখন দাস। কিন্তু তিনি দীর্ঘ ১০ বছর এই বাড়িতে ভাড়া দিয়েছিলেন মনোলালবাবুকে। কিন্তু মনোলালবাবু ভিন রাজ্যে (কেরলে মৎস্যজীবী কর্মসূত্রে ) রয়েছেন। তবে মনোলাল বাবুর পরিবারের ৬ জন ওই বাড়িতে থাকতেন বলে জানা গিয়েছে।

আরও খবর দেখুন 

Kali Puja 2023 | দুর্গাপুজোর পর থিমের চমক কালীপুজোতেও

RELATED ARTICLES

Most Popular

Recent Comments