Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতৃণমূল নেত্রীর বিরুদ্ধে এনআইএ তদন্ত চায় বিজেপি

তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এনআইএ তদন্ত চায় বিজেপি

তৃণমূল বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলে জেতার চেষ্টা করে, মন্তব্য সুকান্তর

Follow Us :

হাবড়া: বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় ঢোকানোর কথা বলে বিতর্কে বারাসতের তৃণমূল নেত্রী। দলের বারাসত সাংগঠনিক জেলার সভানেত্রী রত্না বিশ্বাস ( Ratna Biswas) সম্প্রতি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন উপলক্ষে এক সভায় বলেন, বাংলাদেশীরা এখানকার ভোটার তালিকায় নাম তুলতে চাইলে যোগাযোগ করতে পারেন। তা নিয়েই বিজেপি ওই নেত্রীর বিরুদ্ধে এনআইএ তদন্ত দাবি করেছে। শনিবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ওই নেত্রী তো দেশবিরোধী কথা বলেছেন। আমরা অনেক আগেই বলেছি, তৃণমূল বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলে জেতার চেষ্টা করে। অন্য বিরোধী নেতারাও তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন ছিল বৃহস্পতিবার। সেই উপলক্ষে হাবড়ার ১ নম্বর ব্লকের পৃথিবা এলাকায় একটি দলীয় কর্মসূচির আয়োজন হয়। সেখানেই রত্না বিশ্বাস বলেন, ভোটার লিস্টে নাম তোলার কাজ চলছে। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক বসবাস করেন। জাকিরদা লিংকটা ভালো। বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন যদি তাঁদের ভোটার লিস্টে নাম তুলতে তারা জাকিরদার অফিসে এসে যোগাযোগ করবেন। আমরা চাই না একটি ভোটও বাইরে পড়ুক। তৃণমূল নেত্রী এই বক্তব্য ঝড়ের গতিতে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই মন্ত্বয্র পরই তেলে বেগুনে জ্বলে উঠেছে বিরোধী শিবির।

আরও পড়ুন: স্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট, স্বামীর ব্ল্যাকমেল!

মন্তব্যের তীব্র নিন্দা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, তৃণমূলের নেতানেত্রীদের বিরুদ্ধে এন আই এ তদন্ত হওয়া উচিত। প্রতিবাদ সভা সুকান্ত বলেন, তৃণমূলকে কড়া ভাষা আক্রমণ করেন। হাবরার তৃণমূলের বুবাই নামে এক কাউন্সিলর এত টাকার মালিক হল কি করে,তার নেই কোন ব্যবসা নেই। কোনও জমি অথবা চাকরি তাহলে কি করে এত ফুলে ফেঁপে উঠলো। টাকার হিসাব দিতে হবে।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular