আসানসোল: এক প্রসূতির মৃত্য ঘিরে উত্তেজনা আসানসোলে।চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ পরিবারের লোকজনের। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তারক্ষীকে মারধর করেন পরিবারের আত্মীয়রা। রবিবার ঘটনাটি ঘটেছে আসানসোল জেলা হাসপাতালে।
মৃতার পরিবারের অভিযোগ, শনিবার বিকেলে প্রসূতি লাভলি গোয়েলকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্য হয়। মৃত্যুর খবর চাউর হতেই মৃতের পরিবার ও পরিজনরা ক্ষোভে ফেটে পড়েন।চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ দেখায়। এক নিরাপত্তারক্ষীকে মারধর করা হয়। মৃতার পরিবারের দাবি, অবিলম্বে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজনেরা। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। কবর পেয়ে পুলিশ আসলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। যদিও এই ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: