skip to content
Saturday, July 27, 2024

skip to content
Homeরাজ্যকোলিয়ারির চাল ধসে শ্রমিক মৃত্যু
Coal Mine Worker

কোলিয়ারির চাল ধসে শ্রমিক মৃত্যু

ইসিএল কর্মীদের সুরক্ষায় গাফেলতির অভিযোগ

Follow Us :

দূর্গাপুর: খনির (Coal Mine) নিচে ইসিএল কর্মীদের (ECL Staff) সুরক্ষায় গাফেলতির দৃষ্টান্ত বারবার সামনে এসেছে। বুধবার সকালে ফের শ্রমিক (Coal Mine Worker) মৃত্যুর ঘটনার খবর সামনে এল। কোলিয়ারির চাল ধসে (Roof Collapsed Mine) আবার এক খনি শ্রমিকের মৃত্যু। নিরাপত্তা এবং ক্ষতিপূরণের দাবিতে হাসপাতাল থেকে দেহ এনে কোলিয়ারিতে বিক্ষোভ। বারবার খনির নিচে কর্মরত অবস্থায় ইসিএল কর্মীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। চলতি মাসের ৮ তারিখ কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারিতে খনির নিচে কর্মরত অবস্থায় মৃত্যু হয় এক ইসিএল কর্মীর। বারবার খনির নিচে এই ভাবে দুর্ঘটনার পরও হুশ ফেরেনি ইসিএল কর্তৃপক্ষের।

আরও পড়ুন: হাওড়া স্টেশন চত্বরে মহিলাকে ছুরি, গ্রেফতার অভিযুক্ত

প্রত্যেকদিনের মত মঙ্গলবার রাতের শিফ্টে নিজের কাজে যোগ দিয়েছিলেন বছর ৪৫ এর রঞ্জিত বাউরী নামে এক এসিএল কর্মী। তিনি আন্ডারগ্রাউন্ড ডিপার্টমেন্টে কাজ করতেন বলে জানা গিয়েছে। রাতের শিফট হয় রাত্রি বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত। বুধবার সকাল ৭ টা ১৫ নাগাদ ঘটে দুর্ঘটনা। ফোনের নিচে দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় রঞ্জিত বাউরির বলে কোলিয়ারি সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে অন্ডালের জামবাদ কোলিয়ারীর চার নম্বর পিটে। কোলিয়ারিতে এদিনের এই দুর্ঘটনার পরই খনির নিচে সুরক্ষার দাবিতে সোচ্চার হয় খনি কর্মীরা। মৃত খনিকর্মীর বাড়ির একজনকে সঙ্গে সঙ্গে চাকরি এবং উপযুক্ত যে সমস্ত ক্ষতিপূরণ ইসিএল এর নিয়ম অনুযায়ী দুর্ঘটনার পর দেওয়া হয়ে থাকে সেইসবের দাবিতে খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন খনি কর্মীরা ও পরিবারের লোকজন। ইসিএলে তরফের সমস্ত দাবিদাওয়া মেনে নেওয়ার পর বিক্ষোভ উঠে যায়।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular