Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকয়লাকাণ্ডে ফের লালাকে তলব ইডির

কয়লাকাণ্ডে ফের লালাকে তলব ইডির

বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Follow Us :

কলকাতা: কয়লাকাণ্ডের (Coal Scam) মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enorcement Directorate)। বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও বেশ কয়েকবার ইডির তরফে তলব করা হয় লালাকে। কিন্তু মাত্র একবার ইডির কাছে হাজিরা দিয়েছেন লালা। একাধিক বার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। তবে এবার দিল্লির (Delhi) ইডি অফিসে কি যাবেন তিনি, সেই প্রশ্নই উঠেছে এখন।
এর আগে ২০২১ সালে সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন লালা ওরফে অনুপ মাজি। আদতে পুরুলিয়ার বাসিন্দা এই অনুপ বিভিন্ন কয়লা খনি থেকে পাচারের ক্ষেত্রে যে অন্যতম বড় মাথা ছিলেন, তার বেশ কিছু প্রমাণ আগেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে এসেছে বলে দাবি। তবে পাচারচক্র এবং মানিট্রেল অর্থাৎ ওই টাকা কোথায় কোথায় বণ্টন করা হয়েছে, সেসব সম্পর্ক বিস্তারিত তথ্য হাতে পেতে লালাকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, তাঁদের কাছে এই খবরও আছে যে লালা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির থেকে প্রোটেকশন মানি নিতেন। তবে কে বা কারা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন:রাজ্যে ২৫০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা পিসি মিত্তল গ্রুপের

এর আগে যখন বারবার লালাকে কয়লাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেসময় তিনি সুপ্রিম কোর্ট থেকে ‘রক্ষাকবচ’ নিয়েছিলেন। তার মেয়াদ শেষের পরও অবশ্য তাঁকে সেভাবে কোনও আইনি প্যাঁচে পড়তে হয়নি।

RELATED ARTICLES

Most Popular