Placeholder canvas

Placeholder canvas
HomeScrollগার্ডেনরিচের ঘটনায় প্রোমোটারের পার্টনারের দেহ উদ্ধার
Gardenrich Incident

গার্ডেনরিচের ঘটনায় প্রোমোটারের পার্টনারের দেহ উদ্ধার

শুক্রবার সকালে শেরুর দেহ উদ্ধার হয়

Follow Us :

কলকাতা: গার্ডেনরিচে (Gardenrich) ফের একজনের মৃতদেহ উদ্ধার হল। মৃত ব্যক্তির নাম শেরু (Sheru)। জানা গিয়েছে, তিনি প্রোমোটার ওয়াসিমের পার্টনার ছিলেন। শুক্রবার সকালে এই দেহ উদ্ধার হয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে এখনও। এই ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা। পুলিশ ওই নির্মীয়মাণ বাড়ির প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে আগেই গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এক অংশীদার শেরুর নাম পেয়েছে পুলিশ। তাঁর খোঁজ চলছিল। তিনি পালিয়ে যেতে পারেন কিংবা চাপা পড়ে থাকতে পারেন বলে পুলিশের অনুমান ছিল। ওয়াসিমের দাবি ছিল, শেরু ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছেন।

ওয়াসিমকে জেরা করে পুলিশ জানতে পারে, ২০২২ সালের ডিসেম্বর থেকে বাড়ির কাজ চলছিল। জমির মালিক নাসের আহমেদ প্রোমোটারের কাছে দাবি করেন, টপ ফ্লোরে তাঁর ফ্ল্যাট আগে বানিয়ে দিতে হবে। সেইমতো ওপরতলার ফ্ল্যাট আগে বানানো হচ্ছিল। ঘিঞ্জি এলাকার মধ্যে পাঁচতলা আবাসন তৈরি হচ্ছিল। প্রতি বর্গফুটের দাম ১৫০০ থেকে ১৬০০ টাকা। ১৬টি ফ্ল্যাট তৈরির কথা ছিল। এদিকে জলা বুজিয়ে কী করে সেখানে ফ্ল্যাট হচ্ছিল, পুরসভা কী করে তার অনুমোদন দিল, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। মেয়র ফিরহাদ হাকিমও স্বীকার করেন, বেআইনিভাবে তৈরি হচ্ছিল বহুতলটি। তিনি আবার দোষ চাপিয়েছেন বামফ্রন্টের ঘাড়ে। কলকাতার প্রাক্তন মেয়র এবং সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, এর মধ্যে আবার বামফ্রন্ট এল কোথা থেকে। গত কুড়ি বছর ধরে তো পুরসভা চালাচ্ছে তৃণমূল। সোমবারই ১৫ নম্বর বোরোর তিন ইঞ্জিনিয়ারকে শো-কজ করা হয়েছে। পুরসভার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর প্রতিবাদ করেছে। সংগঠন বলে, পুরকর্তারা সবেতেই ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দায় ঠেলে। মেয়র বলেন, বাড়িটি উঠল কী করে। শুরুতেই নজর করলে তো এটা হত না। বিরোধীরা অভিযোগ করে, পুরসভায় নৈরাজ্য চলেছে। মেয়র দায় এড়িয়ে ইঞ্জিনিয়ারদের উপর দোষ চাপাচ্ছেন।

আরও পড়ুন: মহুয়া মৈত্রর বিরুদ্ধে FIR দায়ের করল সিবিআই

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Kalyan Banerjee | ডোমজুড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার
02:07
Video thumbnail
Kapil Sibal | সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভোটে বড় জয় কপিল সিব্বালের, চতুর্থবার সভাপতি পদে
01:03
Video thumbnail
Purba Medinipur | পূর্ব মেদিনীপুরে সিবিআই, কাঁথিতে ভোটের আগেই দুই তৃণমূল নেতার বাড়িতে হানা
04:11
Video thumbnail
Patharpratima | বারান্দায় দুই বোনকে কুপিয়ে খুন! সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড পাথরপ্রতিমায়
02:10
Video thumbnail
Sitalkuchi | ফের উত্তপ্ত শীতলকুচি, পঞ্চায়েত প্রধানকে লক্ষ করে 'গু*লি'
04:33
Video thumbnail
I.N.D.I.A Alliance | জোট নিয়ে কোথায় দাঁড়িয়ে তৃণমূল? বাংলায় TMC বিরুদ্ধে লড়াই বাম-কংগ্রেসের
02:36
Video thumbnail
Abhishek Banerjee | ভোটপ্রচারে আজ জোড়া সভা অভিষেকের, হুগলিতে রচনা ব্যানার্জির সমর্থনে সভা
01:06
Video thumbnail
ধর্মযুদ্ধে মুখোমুখি | সাজদা আহমেদ পরিযায়ী পাখি: অরুণোদয় পাল চৌধুরী, পাল্টা কী বললেন তৃণমূল প্রার্থী
08:45
Video thumbnail
CBI | সিজুয়ায় নন্দদুলাল মাইতির বাড়িতেও সিবিআই, ভোট পরবর্তী হিংসার অভিযোগে হানা
00:47
Video thumbnail
Purba Medinipur | CBI-র নজরে পূর্ব মেদিনীপুরের ২ TMC নেতা, মারিশদায় দেবব্রত পণ্ডার বাড়িতে সিবিআই
01:20