Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঘাটালে অভিনেতা নয়, দরকার মাস্টারপ্ল্যান, দাবি এলাকাবাসীর
Ghatal Loksabha Seat

ঘাটালে অভিনেতা নয়, দরকার মাস্টারপ্ল্যান, দাবি এলাকাবাসীর

ঘাটাল লোকসভা নির্বাচনে দুই অভিনেতা প্রার্থীর লড়াই

Follow Us :

পশ্চিম মেদিনীপুর: লোকসভা নির্বাচনে (Loksabha Vote) ঘাটালে দুই ফুলে দুই অভিনেতা। একদিকে বিজেপির পদ্মফুলের প্রার্থী অভিনেতা হিরণ। অন্যদিকে ঘোষণা না হলেও তৃণমূলের ঘাসফুলের সম্ভাব্য প্রার্থী দেব। তবে অভিনেতাতে সন্তুষ্ট নয় ঘাটালের বেশিরভাগ মানুষ। সামনে আসছে ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) প্রসঙ্গ। তা কার্যকর যাতে হয় সেই দাবি জানাচ্ছেন এলাকাবাসী।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে ২০ টি লোকসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায় খড়্গপুরের বিজেপি বিধায়ক। ঘাটাল লোকসভা কেন্দ্রে সম্ভাব্য তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী তথা অভিনেতা (দেব)। এক কথায় ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই অভিনেতার লড়াই। মোট সাতটি বিধানসভা ও দুটি পুরসভা নিয়ে ঘাটাল লোকসভা। ঘাটাল বিধানসভা বিজেপির দখলে। বাকি সব বিধানসভাগুলি তৃণমূলের দখলে। গত লোকসভা নির্বাচনে ১ লক্ষের বেশি ভোট পেয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন অভিনেতা দীপক অধিকারী (দেব)। ২০২৪ লোকসভা নির্বাচনে দীপক অধিকারীর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায়। লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার সাথে সঙ্গে সঙ্গেই বিজেপি কর্মীরা ঘাটালে হিরন্ময় চট্টোপাধ্যায়ের নামে দেওয়াল লিখতে ব্যস্ত।

আরও পড়ুন: মুকেশ আম্বানির ছেলের বিয়ে, জামনগর আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা পেল

অপরদিকে দলের পক্ষ থেকে নাম ঘোষণা না হলেও ঘাটাল এলাকায় বেশ কিছু দেওয়ালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর নাম লেখা হয়েছে। ২০২৪ লোকসভা নির্বাচনে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ শাসক বিরোধী শিবির। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। তবে যাই হোক ঘাটালের মানুষ চাইছেন, এলাকার উন্নয়ন। অনেকেই আবার অভিনেতা প্রার্থীতে সন্তুষ্ট নয়, অনেকেরই দাবি ঘাটালের সমস্ত রাজনৈতিক দলের উচিত, ঘাটালের সঠিক উপযুক্ত ব্যক্তিদের প্রার্থী করা হলে তবেই হবে ঘাটালের উন্নয়ন।

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular