আরামবাগ: রাজ্যে লোকসভা ভোটের (Loksabha Vote) প্রথম দিনের প্রচারে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে (TMC) বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তদন্তে তৃণমূলের নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে। সেই প্রসঙ্গের উল্লেখ না করে প্রধানমন্ত্রী বললেন, মানুষের খাটনির টাকা তৃণমূলকে লুট করতে দেব না। লোকসভা ভোটের প্রচারে বললেন প্রধানমন্ত্রী শুক্রবার কটাক্ষ করে বলেন, দুর্নীতিতে জর্জরিত বলেই কেন্দ্রীয় সংস্থার তদন্তের বিরুদ্ধে ধরনা হয় এখানে। মোদি এসবে ভয় পান না। আমি পশ্চিমবঙ্গের মানুষকে গ্যারান্টি দিয়েছি। যাঁরা গরিবকে লুটেছেন তাদের হঠাতেই হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগ থেকে পুরসভা নিয়োগ সব জায়গায় দুর্নীতি করেছে তৃণমূল। গরিবদের রেশন দুর্নীতি, সীমান্ত দিয়ে পশু পাচার সবেতেই দুর্নীতি করেছে। সে কারণে তৃণমূলের মন্ত্রীর ঘর থেকে নোটের পাহাড় বের হচ্ছে। এর আগে এত বড় নোটের পাহাড় দেখেছেন? সিনেমাতেও দেখা যায় না।
সরকারি এবং রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দুদিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সরকারি কর্মসূচির পর হুগলির আরামবাগে জনসভা করেন তিনি। শনিবার কৃষ্ণনগরে জনসভা করার কথা তাঁর। তারপরে ৬ মার্চ বারাসতে সভা রয়েছে। এদিন আরামবাগের জনসভায় তাঁর বক্তব্যে তৃণমূলের দুর্নীতি ফের জায়গা করে নিয়েছে। মনে করা হচ্ছে মার্চের দ্বিতীয় সপ্তাহের শেষে দেশে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই অঘোষিতভাবে এটি লোকসভা ভোটের প্রচার। বিগত লোকসভা নির্বাচনগুলিতেও নরেন্দ্র মোদি রাজ্যে তৃণমূলের দুর্নীতিকে তুলে ধরে প্রচার করেন। কখনও তাতে জায়গা করে সারদা, নারদা কখনও অন্যান্য চিটফান্ডের কথা।
আরও পড়ুন: আজ বাংলাদেশে সম্প্রসারিত হতে চলেছে মন্ত্রিসভা
আরও খবর দেখুন