HomeScrollতেলঙ্গানাতেও বিধায়কের আত্মীয়দের বাড়ি-অফিসে আয়কর তল্লাশি

তেলঙ্গানাতেও বিধায়কের আত্মীয়দের বাড়ি-অফিসে আয়কর তল্লাশি

একইদিনে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে কেন্দ্রীয় এজেন্সির অভিযান

Follow Us :

হায়দরাবাদ: পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ুর (Tamil Nadu) মতো তেলঙ্গানার (Telangana) হায়দরাবাদেও (Hyderabad) বৃহস্পতিবার সকাল ৬টা থেকে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। বিজেপি বিরোধী রাজ্য তেলঙ্গানার শাসকদল ভারত রাষ্ট্র সমিতির (BRS) বিধায়ক (MLA) মাগান্তি গোপীনাথের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং রাজনীতিকদের বাড়ি ও অফিসে লাগাতার তল্লাশি চলছে। শহরের আমিরপেট, শামশাবাদ, কুকাটপল্লি, জুবিলি হিলস, বানজারা হিলসসহ আরও বহু জায়গায় আয়কর দফতরের (Income Tax) আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন।

প্রসঙ্গত, এদিনই ইন্ডিয়া জোটের শরিক দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম দলের সাংসদ এস জগৎরক্ষণনের বাড়ি সহ ৪০টি জায়গায় আয়কর দফতরের তল্লাশি শুরু হয়। ডিএমকে এমপির চেন্নাইয়ের ৪০টি বাড়ি ও অফিসে একযোগে তল্লাশি চলছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কিছু সংস্থাতেও তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। উল্লেখ্য, বুধবার দিনভর আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। পরে দিনের শেষে টানা ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তারও আগে ইউএপিএ মামলায় গ্রেফতার করা হয় সংবাদমাধ্যম নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে। পশ্চিমবঙ্গে এদিন সকাল থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে ভোর থেকে ইডি তল্লাশি শুরু করেছে একাধিক প্রাক্তন ও বর্তমান পুর চেয়ারম্যানের বাড়িতে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে আছি এখানে আসুন, রাজ্যপালের জবাবকে জমিদারি চাল বলল তৃণমূল

হায়দরাবাদ ও সংলগ্ন শহরতলিতে আয়করের প্রায় ২০টি দল তল্লাশি শুরু করে ভোর থেকে। পূজা কৃষ্ণ চিটফান্ডের ডিরেক্টর নাগা রাজেশ্বরী, পূজা লক্ষ্মী এবং এমডি কৃষ্ণ প্রসাদের বাড়িতে অভিযান আয়করের। অন্যদিকে, জীবনসাথী চিটফান্ড এবং ই-কম চিটফান্ডের অফিস ও মালিকপক্ষের বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। এঁরা সকলেই বিআরএস বিধায়কের আত্মীয়। প্রত্যেকের বিরুদ্ধেই আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে।

তামিলনাড়ুর আরাক্কোনাম কেন্দ্রের লোকসভা সদস্য জগৎরক্ষণন দ্বিতীয় ইউপিএ সরকারে মনমোহন সিং মন্ত্রিসভার সদস্য ছিলেন। তথ্য-সম্প্রচার, পুনর্ব্যবহারযোগ্য শক্তি এবং শিল্প-বাণিজ্য মন্ত্রকের গুরুদায়িত্ব সামলেছেন তিনি। ২০২০ সালে বিদেশি মুদ্রা আইনে ইডি তাঁর কাছ থেকে ৮৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। ২০১৭ সালে জগৎরক্ষণন এবং তাঁর ছেলে সন্দীপ আনন্দ সিঙ্গাপুরের সিলভার পার্ক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি থেকে ৯০ লক্ষ শেয়ার কিনেছিলেন।

সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ে তাঁর বাড়ি, আরাক্কোনামে তাঁর অফিস, পুনমল্লিতে একটি বেসরকারি হাসপাতাল এবং টি নগরের একটি হোটেলে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগের অফিসাররা। ২০১৬ সালেও পুদুচেরির ৩ জায়গায় এবং তামিলনাড়ুর ৩৭টি জায়গায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি-অফিসে আয়কর হানা হয়েছিল। এস জগৎরক্ষণন হলেন তামিল রাজনীতির এক ধনকুবের। শিক্ষা, মদ, স্বাস্থ্য এবং হোটেল ব্যবসার বেতাজ বাদশা।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে BJP নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ, ‘NSG-র রোবটিক ডিভাইস যাবে না?’
05:10
Video thumbnail
ধর্মযুদ্ধের দামামা | বাম ছাত্র সংগঠনের SSC ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
16:37
Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণে জখম গৃহবধূ!
07:26
Video thumbnail
৪টেয় চারদিক | সন্দেশখালিতে শুভেন্দুর RDX তত্ত্ব, পাল্টা প্রশ্ন করে কমিশনকে চিঠি তৃণমূলের
39:03
Video thumbnail
Hasnabad BJP | হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দিলীপ দাসকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
04:33
Video thumbnail
Sandeshkhali TMC | সন্দেশখালিতে CBI-NSG, মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের
06:01
Video thumbnail
TMC | সাংবাদিক বৈঠক থেকে কী বলল তৃণমূল, দেখুন ভিডিও
01:31
Video thumbnail
Sandeshkhali CBI | জমি দখলের অভিযোগের তদন্তে সরবেড়িয়ার একাধিক জায়গায় সিবিআই
05:00
Video thumbnail
Mamata Banerjee | 'পুলিশকে খলিস্তানি বললেও প্রতিবাদ করেননি কেন?' : মমতা
24:05
Video thumbnail
Sandeshkhali CBI | পোর্টালে অভিযোগ পেয়ে ফের সন্দেশখালিতে সিবিআই
03:21