নয়াদিল্লি: প্রবল ঠান্ডার মধ্যেও রাস্তায় বেরিয়ে এসেছেন জনতা। উঠছে মুহুর্মুহ স্লোগান। আলাদা রাজ্যের দাবিতে (Statehood) বনধ কেন্দ্রশাসিত লাদাখে (Ladakh)। বন্ধ দোকান, বাজার। রবিবার বিক্ষোভ দেখাতে পথে নামল জনতা। প্রতিবাদ মিছিল বেরিয়েছে বিভিন্ন জায়গায়।
২০১৯ সালের অগাস্ট মাসে জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে লাদাখকে আলাদা করে তাকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। এখানকার বাসিন্দাদের দাবি, লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে। বনধের ডাক দেয় লাদাখ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। লেহতে হরতাল হয়। কার্গিলেও হরতাল হয়েছে। বনধে সাড়া পড়েছে।
আরও পড়ুন: বন্যপশুর তান্ডবে আতঙ্কিত এলাকাবাসি
সংবিধানের ষষ্ঠ তফশিলে লাদাখকে অন্তর্ভুক্ত করা, স্থানীয়দের জন্য চাকরিতে সংরক্ষণ, লেহ এবং কার্গিল দুটি লোকসভা কেন্দ্র গড়ার দাবিও রয়েছে বাসিন্দাদের। গত ২৩ জানুয়ারি এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে স্মারকলিপি দেওয়া হয়। লাদাখের এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি লাদাখ সংক্রান্ত কমিটির বৈঠক হবে।
আরও খবর দেখুন