skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollলন্ডনে ট্রাকের ধাক্কায় মৃত্যু ভারতীয় ছাত্রীর
Indian Student Incident

লন্ডনে ট্রাকের ধাক্কায় মৃত্যু ভারতীয় ছাত্রীর

সাইকেলে করে বাড়ি ফেরার সময় ট্রাক ধাক্কা মারে ছাত্রীটিকে

Follow Us :

লন্ডন: লন্ডনে ট্রাকের ধাক্কায় এক ভারতীয় ছাত্রীর (Indian Student) মৃত্যু হল।  মধ্য লন্ডনে সাইকেল চালানোর সময় ট্রাকে চাপা পড়ে মৃত্যু হয় ওই ছাত্রীর। মৃতার নাম চিস্টা কোচার (Cheista Kochar)। যিনি আগে নীতি আয়োগে (Niti Ayog) কাজ করেছিলেন। ওই ভারতীয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আচরণ বিজ্ঞানে পিএইচডি করছিলেন। সাইকেলে করে বাড়ি ফেরার সময় পিছন থেকে ট্রাক তাঁকে ধাক্কা মারে। চিস্টা কোচার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডঃ এসপি কোচারের কন্যা।

লিঙ্কডইন-এ একটি আবেগঘন পোস্টে, চিস্টা কোচারের বাবা বলেন, যে তিনি এখন লন্ডনে চেস্টা কোচারের দেহাবশেষ সংগ্রহ করার চেষ্টা করছেন। ১৯ মার্চ ওই দুর্ঘটনাটি ঘটে। তাঁর বাবা আবেগঘন পোস্টে লিখেছেন তাঁর কোনও স্মৃতি থাকলে শেয়ার করুন।  ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ওই ঘটনায় কোনও গ্রেফতার নেই। 

আরও পড়ুন: আদর্শ আচরণবিধি মানা হচ্ছে না, জলপাইগুড়িতে ব্যানার, পোস্টারে ছড়াছড়ি

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular