কলকাতা: আগামী সপ্তাহে ঝটিকা সফরে দিল্লি (Delhi) যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিকেলেই রওনা দিতে পারেন তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশনের কোনও বৈঠকে যোগ দিতেই দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন বিকেলেই বা বুধবার সকালে কলকাতা ফিরতে পারেন মমতা। সফরসূচি চূড়ান্ত না হলেও সূত্রের খবর সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেই দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী। ধরনা শেষ করার দুদিনের মধ্যেই দিল্লি যাবেন তিনি। শনিবার ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর ধরনা কর্মসূচি রয়েছে কলকাতায়। ৫ ফেব্রুযারি বিধানসভার অধিবেশনে যোগ দেবেন তিনি। ৬ তারিখ রাজ্য বাজেট পেশ হতে পারে। তারপর দিল্লি যাবেন।
আরও পড়ুন: সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মতুয়াদের ভোট চাইলেন মুখ্যমন্ত্রী
তবে কোনও রাজনৈতিক বৈঠক রয়েছে কি না সেই বিষয়টি স্পষ্ট করেনি তৃণমূল। ওই সময় সংসদে বাজেট অধিবেশন চলায় তৃণমূল সাংসদরা দিল্লিতে থাকবেন। সেখানে মমতা বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ডিসেম্বর মাসে দিল্লি গিয়েছিলেন। সেই রাজ্যেরল বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি।
আরও খবর দেখুন