কলকাতা: শনিবার নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)। আর সেই দিনে জিতল মোহনবাগান (Mohun Bagan)। শুধু জিতলই না, যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুন ফুটবলারেরা যে খেলাটা দেখালেন তা অনেকটাই স্বস্তি দেবে আন্তোনিয়ো লোপেজ হাবাসকে। এককথায় চেনা ছন্দে মোহনবাগান। আর জয়ের ফলে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এল মোহনবাগান।
পরিসংখ্যান বলছে, গোটা ম্যাচে ৬০ শতাংশের বেশি বলের দখল ছিল সবুজ-মেরুন ফুটবলারদের। এই পরিসংখ্যান বুঝিয়ে দিল, ফর্মে ফিরেছে বাগান। শুধু তাই নয়, বিপক্ষের গোল লক্ষ্য করে ২৮টি শট মেরেছে মোহনবাগান। তার মধ্যে ১৩টি টার্গেটে।
আরও পড়ুন: বেহালার বাড়ি থেকে ফোন চুরি হয়ে গেল সৌরভের
এদিনের ম্যাচে ১২ মিনিটে প্রথম গোল করলেন অনিরুদ্ধ থাপা। সবুজ-মেরুন জার্সিতে নিজের প্রথম গোল করলেন তিনি। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ালেন জেসন কামিন্স। বক্সের মধ্যে বল পেয়ে মনবীর কামিন্সের উদ্দেশে বল বাড়ালে বাঁ পায়ের শটে চমৎকার গোল করেন তিনি। দীর্ঘ দিন পর গোল পেলেন কামিন্স। ম্যাচের শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।
অন্য খবর দেখুন: