ভুবনেশ্বর: এএফসি কাপে ব্যর্থ হলেও আইএসএলে (ISL) এগিয়ে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। ওড়িশার মাটিতে হায়দরাবাদকে (Hyderabad) ২-০ গোলে হারাল তারা। মোহন বাগানের হয়ে গোল করেছেন ব্রেন্ডন হামিল ও আশিস রায়। চলতি প্রতিযোগিতায় প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতল মোহনবাগান। আইএসএলের ইতিহাসে আগে এই ঘটনা ঘটেনি।
শুরু থেকেই আক্রমণ শুরু করে মোহনবাগান। ১৫ মিনিটের মাথায় গোলের সুযোগ এসেছিল। সাহাল আবদুল সামাদের ক্রস থেকে শট নেন জেসন কামিন্স। বল বাঁচান গোলরক্ষক গুরমীত সিং। ফেরত আসা বল কাজে লাগাতে পারে্ননি কিয়ান নাসিরি। ২৮ মিনিটের মাথায় হায়দরাবাদ বক্সের বাইরে ফ্রিকিক পায় মোহনবাগান। লিস্টন কোলাসোর শট বারে লেগে বেরিয়ে যায়। প্রতি আক্রমণ থেকে ৩৫ মিনিটের মাথায় সুযোগ পায় হায়দরাবাদ। জো নেলসের মাটি ঘেঁষা শট একটুর জন্য বাইরে বেরিয়ে যায়। ৫০ মিনিটের মাথায় নাসিরির ক্রস থেকে কামিংসের বাঁ পায়ের শট একটুর জন্য বাইরে বেরিয়ে যায়। ৮৫ মিনিটের মাথায় ডান পায়ের শটে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন ব্রেন্ডন হামিল। খেলার সংযুক্তি সময় দেওয়া হয় ৮ মিনিট। আশিস রায়ের গোলে ২-০ এগিয়ে যায় মোহনবাগান।
আরও পড়ুন: রাহুল দ্রাবিড়কে খোলা চিঠি
আরও খবর পড়ুন