Placeholder canvas

Placeholder canvas
HomeBig news৪ রাজ্যে ভোটগণনা শুরু, কংগ্রেস-বিজেপির টক্কর

৪ রাজ্যে ভোটগণনা শুরু, কংগ্রেস-বিজেপির টক্কর

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলঙ্গানা কার কপালে?

Follow Us :

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে ভোটগণনা (Counting of Votes) শুরু হল। রবিবারই রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), ছত্তিশগড় (Chhatisgarh), তেলঙ্গানায় (Telangana) ভোটগণনা শুরু হয়েছে। দুপুরের পর থেকেই স্পষ্ট হতে শুরু করবে ভোটের ফলাফল। সব মিলিয়ে গোটা দেশ আজ, রবিবার তাকিয়ে রয়েছে এই ফলের উপর।

উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মিজোরামের (Mizoram) ভোট গণনা হবে সোমবার।  নির্বাচন কমিশন শুক্রবার রাতে জানিয়েছে, স্থানীয় রাজনৈতিক দল এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের আবেদনকে মর্যাদা দিয়ে গণনা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, মিজোরামের ৯৭ শতাংশ বাসিন্দাই খ্রিস্টান। রবিবার তাঁদের কাছে একটি পবিত্র দিন। তাই সকলে আবেদন করেছিল, ওইদিন যেন ভোট গণনা না হয়। মূলত লড়াই হচ্ছে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। শুধু তেলঙ্গানায় ত্রিমুখী লড়াই চলছে। এই ভোটকে ২০২৪ সালের লোকসভা ভোটের সেমিফাইনাল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিদেশ যেতে গেলে সাংসদদের অনুমতি নিতে হবে

এদিকে বুথ ফেরত সমীক্ষায় গোবলয়ের তিন রাজ্যে কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে হাড্ডাহাড্ডি টক্করের ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে বিজেপি কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে। এর আগে জনমত সমীক্ষায় কিছু কিছু সংস্থা গোবলয়ের তিন রাজ্য এবং তেলঙ্গানায় কংগ্রেসকে এগিয়ে রেখেছিল। কিন্তু বুখ ফেরত সমীক্ষায় দুই প্রধান দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ছোট দলগুলির এবং নির্দলদের মধ্যে জেতার সম্ভাবনা রয়েছে, এমন প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন গোবলয়ের তিন রাজ্যের ভোটের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারা।

বুথ ফেরত সমীক্ষার ফল যে সব সময় মেলে তা নয়। তবে তাতে জনমতের একটা আঁচ পাওয়া যায়। অতীতে অনেক বুথ ফেরত সমীক্ষার ফল মিলে গিয়েছে। আবার ফল মেলেনি, এমন দৃষ্টান্তও কম নেই। তবু আগের জনমত সমীক্ষার ফলে বিজেপি যতটা হতাশ হয়েছিল, বৃহস্পতিবারের বুথ ফেরত সমীক্ষায় সেই হতাশা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে কেন্দ্রের শাসকদল। লোকসভা ভোটের আগে এই পাঁচ রাজ্যের ভোট সেমি ফাইনাল। ভোটের কয়েক মাস আগে যদি গোবলয়ের তিন রাজ্যের মধ্যে একটি বা দুটির ফল বিজেপির অনুকূলে যায়, তবে বিজেপি প্রচার করতে পারবে যে, গোবলয়ে তাদের জনভিত্তি অটুট রয়েছে।

২০১৮ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের বিধানসভা ভোটে কংগ্রেস জয়ী হয়েছিল। কংগ্রেসের প্রভাবশালী নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে বিজেপিতে চলে যাওয়ায় কমল নাথের নেতৃত্বাধীন মধ্যপ্রদেশ সরকার ভেঙে যায় মাঝপথে। সরকার গড়ে বিজেপি। তিন রাজ্যের ভোটে বিজেপি পরাজিত হলেও পরের বছর লোকসভা ভোটে বিপুল ভাবে জয়ী হয় তারা। ওই তিন রাজ্যেও বিজেপি ভালো আসন পেয়েছিল লোকসভা ভোটে।

এবার তেলঙ্গানায় কে সি আরের নেতৃত্বাধীন বিআরএসের হারার সম্ভাবনা প্রবল। সেখানে জিততে পারে কংগ্রেস। প্রায় সব জনমত সমীক্ষা এবং বুথ ফেরত সমীক্ষাই এক ইঙ্গিত দিয়েছে। মিজোরাম নিয়ে অবশ্য বিজেপি এবং কংগ্রেস খুব একটা মাথা ঘামাচ্ছে না। সব মিলিয়ে সেমি ফাইনালে কী ফল হবে, তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক মহল।

অন্য় খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
নারদ নারদ (14.05.24) | কেন্দ্রীয় প্রকল্পে কোটি টাকার দুর্নীতি! ধৃত শুভেন্দুর ঘনিষ্ঠ কুমারজিৎ সিনহা
17:30
Video thumbnail
সেরা ১০ | ইন্ডিয়া জোট পাবে ২৯৫ থেকে ৩১৫ আসন : মমতা
16:28
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | তৃণমূল মোল্লা-মাদ্রাসা-মাফিয়া : অমিত শাহ
05:15
Video thumbnail
Mamata Banerjee | হাওয়া বদল হচ্ছে, মানে ফোর টোয়েন্টি গ্যারান্টি বদল হচ্ছে : মমতা
02:12
Video thumbnail
Amit Shah | বাংলায় ৩০ আসন পেলে ঘরে ঘরে নাগরিকত্ব', বনগাঁর সভায় বললেন অমিত শাহ
03:44
Video thumbnail
ধমযুদ্ধের দামামা | কালিপদ সরেনের সমর্থনে রোড শো দেবের
06:43
Video thumbnail
Stadium Bulletin | ভারতের পরবর্তী কোচ কি আবার রবি শাস্ত্রী?
14:25
Video thumbnail
Mamata Banerjee | 'মা-বোনেদের অসম্মান করা হয়েছে', সন্দেশখালি নিয়ে বিজেপিকে তোপ মমতার
06:19
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালির উপরে বিশেষ নজর কমিশনের, মিডিয়া মনিটরিং সিস্টেমের মাধ্যমে নজরদারি
03:22
Video thumbnail
C V Ananda Bose | ৩টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
01:11