রুদ্ধশ্বাস জয় কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু তারপরও বিতর্ক পিছু ছাড়ছে না। বিতর্কের কেন্দ্রবিদুতে ‘বিরাট কোহলির আউট’! আদৌ কি আউট ছিলেন কোহলি? কী বলছে ক্রিকেট বিশ্ব? অন্যদিকে, নিজের ফর্মের ধারেকাছেও নেই মিচেল স্টার্ক? স্টার্ক প্রসঙ্গে কলকাতা টিভিকে কী জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া? ১৯৯৮ সালের আজকের দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শচীনের অবিশ্বাস্য ১৪৩!- এই নিয়েই আজকের স্টেডিয়াম বুলেটিন। দেখুন ভিডিয়ো-
Html code here! Replace this with any non empty text and that's it.