পাটনা: আজ, শনিবার ইস্তফা দিতে পারেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এদিন নতুন সরকার গড়ার দাবিও জানাতে পারেন রাজ্যপাল (Governor) রাজেন্দ্র অরলেকরের কাছে। জেডিইউ (JDU) সূত্রে এই খবর জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত জেডিইউর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে জেডিইউ ও আরজেডির মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। যা থেকে স্পষ্ট জোটে ভাঙন ধরেছে। এদিকে জানা গিয়েছে, আরজেডি নেতা তেজস্বী যাদবও রাজ্যপালের কাছে গিয়ে কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের দাবি জানাবেন। তাদের কাছে ১৪০ জনের বেশি বিধায়কের সমর্থন থাকবে বলে তাদের দাবি।
জেডিইউ সাংসদ সুনীলকুমার পিন্টু শনিবার সকালে বলেন, মহাগাঠবন্ধনের সরকারের মুখ্যমন্ত্রী হলেও নীতিশ কুমারকে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছিল। তবে এই বিষয়ে আরজেডির মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, মহাগাঠবন্ধনের অন্দরে কোনও সমস্যা নেই। ২০১৪ সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রতিবাদে এনডিএ জোট ছেড়েছিলেন নীতিশ কুমার। লোকসভা ভোটে একা লড়ে পর্যুদস্ত হন তিনি। ২০১৫ সালে বিধানসভা ভোটে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট গড়ে জয়ী হন তিনি। ফের ২০১৭ সালে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি। সেবার লালুপ্রসাদ যাদবের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। ২০২০ সালে বিজেপির সঙ্গে জোট গড়ে কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হন নীতিশ কুমার। ২০২২ সালে অগাস্ট মাসে এনডিএ ছেড়ে বিহারে আরজেডি, কংগ্রেস, বামেদের সমর্থন নিয়ে সরকার গড়েন তিনি। সব ঠিক থাকলে এবার ফের জোট বদল করতে চলেছেন তিনি।
আরও পড়ুন: হোটেল রুমে ক্যামেরা লুকানো থাকলে কী করে বুঝবেন?
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, নীতিশ কুমারের বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন।
আরও খবর দেখুন