Placeholder canvas
HomeScrollছট পুজো উপলক্ষ্যে সোমবার সরকারি ছুটি

ছট পুজো উপলক্ষ্যে সোমবার সরকারি ছুটি

ছট পুজোর উদ্বোধনে গিয়ে ছুটির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ছট পুজো (Chhat Puja) উপলক্ষে আগামীকাল সোমবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি (Holiday) ঘোষণা করল রাজ্য সরকার। রবিবার হেস্টিংসের তক্তাঘাটে ছট পুজোর উদ্বোধনে গিয়ে ছুটির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  মুখ্যমন্ত্রী বলেন, সাবধানে গঙ্গার ঘাটে যান। হুড়োহুড়ি করবেন না। শিশুদের নিয়ে গঙ্গার ঘাটে যাবেন না। গঙ্গাকে নোংরা করবেন না। ছট পুজো উপলক্ষ্যে সোমবারও ছুটি থাকবে। দিল্লি ছট পুজোর জন্য দুদিন ছুটি দেয় না। বাংলার সরকার দেয়।

সূর্যদেবের উপাসনায় এদিন সামিল হলেন বহু মানুষ। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। সপ্তাহান্তে ছট পুজো হওয়ার ফলে স্বাভাবিকভাবে এদিন ছুটি। উৎসব উপলক্ষ্যে এবার আরও একদিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ছট পুজোয় সাবধানতা অবলম্বন করে গঙ্গার ঘাটে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  উত্তরকাশীর অন্ধকূপে প্রায় ২০০ ঘণ্টা, উদ্ধারে আরও ৪-৫ দিন

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে এবার রবীন্দ্রসরোবর ও সুভাষ সরোবরে ছট পুজোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিশৃঙ্খলা রুখতে তৎপর প্রশাসন।

আরও খবর দেখুন:  

District Top News | দেখে নিন আজকের জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি

RELATED ARTICLES

Most Popular

Recent Comments