Placeholder canvas

Placeholder canvas
HomeScrollভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

একমাত্র রোজগেরেকে হারিয়ে দিশেহারা গোটা পরিবার

Follow Us :

পাথরপ্রতিমা: ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের (Patharpratima Migrant Worker)। মৃত শ্রমিকের নাম রাজকুমার নায়েক। কেরলে (Kerala) রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাজকুমারবাবু পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার অন্তর্গত জি-প্লট গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ির তট গ্রামের বাসিন্দা। প্রায় দশ থেকে পনেরো বছর ধরে কেরলে রাজমিস্ত্রির কাজ করেন। ওই রাজ্যে বাড়ি তৈরির কাজ করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর কেরালায় কাজের জায়গায় পাকা বাড়ি নির্মাণের জন্য মাটি কেটে খাদ কাটা হয়েছিল। পাশেই কাজ করছিলেন রাজকুমার। বালি মাটি থাকার কারণে হঠাৎ ধ্বস নেমে চাপা পড়ে যান রাজকুমার। সহযোগী শ্রমিকদের তৎপরতায় তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার তাঁর দেহ নিয়ে আসা হবে পাথরপ্রতিমার বাড়িতে।

আরও পড়ুন: তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে বানর শাবকের মৃত্যু

রাজকুমারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট দুই সন্তানকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছে রাজকুমারের স্ত্রী। পরিবারের একমাত্র রোজগেরে রাজকুমার। উল্লেখ্য গত দেড় বছর আগে অভাবের তাড়নায় পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে রাজকুমার কেরালায় রাজমিস্ত্রির কাজে যোগ দিয়েছিলেন। আগামী ২৫শে ডিসেম্বরের আগে বাড়ি ফেরার কথা ছিল তার। তবে ২৫ শে ডিসেম্বরের আগেই বাড়িতে ফিরছে পরিবারের এরাজকুমারের নিথর দেহ। পরিবারের একমাত্র রোজগেরেকে হারিয়ে দিশেহারা গোটা পরিবার।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular