কলকাতা: তৃণমূলের (TMC) তারকা সাংসদ দেব (Dev) বিতর্কে এবার পদ খোয়ালেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দলুই (Shankar Dalui)। সেই জায়গায় এলেন রাধাকান্ত মাইতি। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেছিলেন দেব। তারপর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তিনি। তারপর রবিবার এই খবর সামনে এল।
এদিন এই বিষয়ে শঙ্কর দলুইয়ের বক্তব্য অবশ্য জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ভাইরাল হয়েছিল সম্প্রতি। যদিও তার সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। অভিযোগ তাতে কাটমানির কথা প্রকাশ্যে এনেছিলেন শঙ্কর দলুই। অবশ্য শঙ্কর দলুই দাবি করেছিলেন ওই কণ্ঠস্বর তাঁর নয়। তবে তারপরই রাজনৈতিক জল্পনা ছড়িয়েছিল। দেব বলেছিলেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাঁকে ছাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাঁর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ঘাটালের এক তৃণমূল নেতা এদিন বলেন, এই সিদ্ধান্ত তৃণমূলের উচ্চ নেতৃত্বের। জেলা তৃণমূলের এখানে কিছু বলার নেই।
আরও পড়ুন: পাকিস্তানে বেশি আসন পেলেন জেলে থাকা ইমরানের খানের সমর্থকরা
আরও খবর দেখুন