skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollবেকারত্ব, মূল্যবৃদ্ধির সমস্যায় কেন্দ্রীয় সরকার সক্রিয় হোক, দাবি সুদীপের

বেকারত্ব, মূল্যবৃদ্ধির সমস্যায় কেন্দ্রীয় সরকার সক্রিয় হোক, দাবি সুদীপের

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কী বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? জেনে নিন

Follow Us :

কলকাতা: সারা দেশে বেকারত্বের সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যার মতো নানাবিধ সমস্যা রয়েছে। সেগুলোকে দূর করার জন্য কেন্দ্রীয় সরকারের সক্রিয় ভূমিকা নেওয়া উচিত। যেমনটি রাম মন্দির উদ্বোধন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গিয়েছে। কলকাতার ২৪ নম্বর ওয়ার্ডে ছোটদের অঙ্কন প্রতিযোগিতায় এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই সমালোচনা করলেন স্থানীয় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তিনি মনে করেন, বাংলার সংস্কৃতি দেশের আর পাঁচটা রাজ্যের চেয়ে ভিন্ন। এখানে ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়। তাই এমন কোনও কর্মসূচি গ্রহণ করবেন না, যেটা সমাজে অস্থিরতা ও চাঞ্চল্য ছড়ায়। ঐক্য সম্প্রীতির বার্তা দিতে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সংহতি মিছিল সেই বার্তা বহন করবে। তিনি বলেন, বাংলার বিরুদ্ধে কটু কথা বলা বিজেপি নেতাদের অভ্যাস হয়ে গিয়েছে। যতই বাংলার নামে সমালোচনা করবে ততই রাজ্য থেকে বিজেপির (BJP) ভোট কমবে।

এদিন ২৪ নম্বর ওয়ার্ডে খুদে অঙ্কন শিল্পীদের নিয়ে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রকৃতি ও পড়শি, প্রকৃতির মধ্যে ভারতবর্ষ এই ধরনের বিষয় আঁকতে বলা হয়েছে। আজ যে শিশু আগামী দিনে তারা সমাজের ধারক ও বাহক। তাই ছোটদের মধ্যে ঐক্য সম্প্রীতির সূক্ষ্ম বার্তা দিতে এই ধরনের বিষয় বাছা হয়েছে। প্রায় দুই হাজার ক্ষুদে শিল্পী এই প্রতিযোগিতায় অংশ নেয়। সাংসদ মালা রায় সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  

RELATED ARTICLES

Most Popular