HomeScrollকংগ্রেস কার্যালয়ে সমাজবিরোধী রয়েছে, অভিযোগ বহরমপুর পুরসভার চেয়ারম্যানের
Adhirranjan Chowdhury

কংগ্রেস কার্যালয়ে সমাজবিরোধী রয়েছে, অভিযোগ বহরমপুর পুরসভার চেয়ারম্যানের

বহরমপুরের লালদিঘিতে কুইন্টাল কুইন্টাল মাছের মৃত্যু

Follow Us :

বহরমপুর: কংগ্রেস (Congress) কার্যালয় ও অধীর চৌধুরীর (Adhirranjan Chowdhury) বাড়ি থেকে সমাজ বিরোধীদের বার করে আনার হুমকি দিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। একই সঙ্গে পুরসভার কাজের বিষয়ে হস্তক্ষেপ করছেন অধীর চৌধুরী বলে নির্বাচন কমিশনকে অভিযোগ করতে চলেছে বহরমপুর পুরসভা। এমনটাই জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। বৃহস্পতিবার বহরমপুর পুরসভার লালদিঘি পরিদর্শনে যান অধীর চৌধুরী।

গত দুদিন আগে ৩০ বিঘা ওই লালদিঘির জলাশয়ে কুইন্টাল কুইন্টাল মাছ মরে যায়। বিষক্রিয়ায় ওই মাছের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন মৎস্যজীবীরা। সেই লালদিঘি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সেই লালদিঘিতে পৌঁছে অধীর চৌধুরী বলেন, লালদিঘির উল্টোদিকে পুরসভা, অন্যদিকে জেলা প্রশাসনিক ভবন। এছাড়া এলাকার প্রচুর সাধারণ মানুষের রয়েছেন তারা দুর্গন্ধে থাকতে পারছেন না বলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছেন। জেলা প্রশাসনকে বলে কিছু হবে না বলেই তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

আরও পড়ুন: কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানোর দাবিতে মামলা খারিজ

অন্যদিকে অধীর চৌধুরী চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। সেখানে তিনি বলেন, প্রায় ৩৬ কুইন্টাল মাছের মৃত্যু হয়েছে। হাইড্রেন দিয়ে হয়তো কেউ রাসায়নিক কিছু দিয়ে দিয়েছে, তার তদন্ত চলছে। লালদিঘির জলাশয় পরিষ্কার করা হয়েছে। অথচ গন্ধ ছড়াচ্ছে বলে রাজনীতি শুরু করেছেন অধীর চৌধুরী। বহরমপুর পুরসভার কাজে বিঘ্ন ঘটানোর বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবে পুরসভা। পাশাপাশি তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, অধীর চৌধুরীর বহরমপুরের পার্টি অফিসে এবং বহরমপুরের বাড়িতে সমাজ বিরোধীদের লুকিয়ে রাখা হয়েছে। সেই সমস্ত সমাজবিরোধীদের সেখান থেকে টেনে বার করা হবে।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular