Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা, অভিজিতের বিরুদ্ধে কমিশনে তৃণমূল
Lok Sabha Election 2024

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুকথা, অভিজিতের বিরুদ্ধে কমিশনে তৃণমূল

কমিশন ডাকলে জবাব দিয়ে দেব, মন্তব্য তমলুকের বিজেপি প্রার্থীর

Follow Us :

কলকাতা: দিলীপ ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়ের পর এবার তৃণমূল তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হল। একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। এতেই তৃণমূল ক্ষুব্ধ। কমিশনে ইতিমধ্যেই লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, প্রাক্তন বিচারপতি মুখ্যমন্ত্রীর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। একজন প্রাক্তন বিচারপতি যে এই ধরনের কথা বলতে পারেন, এটা ভাবতেই পারছি না।

বৃহস্পতিবার তমলুক কেন্দ্রের ময়নায় চণ্ডী মন্দিরে পুজো দিয়ে তমলুকের বিজেপি প্রার্থী প্রচার শুরু করেন এলাকায়। সেখানেই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। কথা প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। শাসকদল সোশ্যাল মিডিয়ায় অভিজিতের সেই বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে। সেটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: কংগ্রেস কার্যালয়ে সমাজবিরোধী রয়েছে, অভিযোগ বহরমপুর পুরসভার চেয়ারম্যানের

এদিনই ময়না-সহ বিভিন্ন এলাকায় অভিজিতের বিরুদ্ধে কিছু ব্যঙ্গাত্মক পোস্টার পড়ে। সে ব্যাপারে তিনি বলেন, সকলেরই অধিকার রয়েছে দেওয়ালে ব্যঙ্গচিত্র আঁকার। যাদের খুশি হয়েছে, তারা করুক এই সব। বাধা দেওয়া উচিত নয়। আমি এ কথা কখনওই বলব না, যারা ব্যঙ্গচিত্র আঁকছে, তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হোক। আমাদের গণতন্ত্রের ভালো, খারাপ সবকিছু নিয়েই চলতে হবে। মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে মন্তব্য সম্পর্কে তিনি বলেন, কমিশন যদি জানতে চায়, জবাব দেব। আমি বলতে চেয়েছি, মুখ্যমন্ত্রীর দলের সময় ঘনিয়ে এসেছে।

এর আগে তৃণমূল দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন। দিলীপের বিরুদ্ধে শাসকদলের অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা বলে সমগ্র নারীশক্তিকে অপমান করেছেন। কমিশন দুজনকেই শো-কজ করেছে।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Weather Update | আরও সাত দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা
01:05
Video thumbnail
Sandeshkhali | সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারে CBI-NSG, নির্বাচন কমিশনে তৃণমূল
13:55
Video thumbnail
KKR vs PBKS | দরকারের সময়ই ধেড়িয়ে লাট, বোলিং ব্যর্থতাতেই পঞ্জাবের বিরুদ্ধে গো-হারা কলকাতা
03:14
Video thumbnail
Sandeshkhali | শেখ শাহজাহানের গড়ে আরডিএক্সের খবর কোথা থেকে পেলেন শুভেন্দু?
04:06
Video thumbnail
Kamarhati | 'জিততে পারলে, কামারহাটিতে BJPর কবর দেব' বিজেপিকে চ্যালেঞ্জ মদনের
04:02
Video thumbnail
Sandeshkhali | 'পুলিশকে না জানিয়ে কেন অপারেশন?' মুখ্য নির্বাচনী আধিকারিককে নালিশ তৃণমূলের
05:20
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | ফের চালুর পথে লঞ্চ পরিষেবা, ফের বেতন পাবেন কর্মচারীরা
02:15
Video thumbnail
Mamata Banerjee | আসানসোলে কুলটি ও ঊষাগ্রামে শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করবেন তৃণমূলনেত্রী
02:05
Video thumbnail
Sandeshkhali | রোহিঙ্গাদের নিয়ে ক্যাম্প তৈরি করেছিল শাহাজান! খরচ দিত জেলা পরিষদ, দাবি দিলীপের
02:50
Video thumbnail
আমার শহর (Amar Sahar) | ঘর বণ্টনের আশ্বাস পুরসভার, রয়েছে ৮২২টি স্টল
02:15