skip to content
Saturday, July 27, 2024

skip to content
HomeScrollভারত জোড়ো ন্যায় যাত্রায় বিক্ষোভ দেখাল তৃণমূল

ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিক্ষোভ দেখাল তৃণমূল

অধীর চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের

Follow Us :

কোচবিহার: রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) কোচবিহার (Coochbehar) প্রবেশের আগে কোচবিহার শহরে বেশ কিছু নাগরিকদের পোস্টার নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ (Protest) দেখানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার রাহুলের কোচবিহার প্রবেশের বেশ কিছুক্ষণ আগেই কিছু মানুষজনকে দেখা যায় পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়তে। সেখানে কোচবিহারে নাগরিকবৃন্দ লেখা থাকলেও অনেকে আবার দাবি করছেন তারা তৃণমূলের কর্মী। দাঁড়িয়ে থাকা নাগরিকদের মধ্যে কেউ কেউ দাবি করেছেন অধীর চৌধুরীর জন্যই পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হচ্ছে না তারই প্রতিবাদে এই কর্মসূচি।

ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল কংগ্রেসের প্ল্যাকার্ড হাতে গো ব্যাক স্লোগান। প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ প্রদেশ কংগ্রেস রাজ্য সভাপতি অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। জোড়াই মোড় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্ল্যাকার্ড হাতে এই বিক্ষোভ। পোস্টারে লেখা ছিল, বাংলায় ভোট ভেঙে বিজেপির পোয়াবারো? যে কোনও প্রদেশে যাও, শুধু বাংলাকে ছাড়ো। বিজেপিকে ঠেকাতে বাংলায় দিদি একাই একশো। বিজেপিকে দিচ্ছো সুযোগ ওহে বাবু অধীর, মনে রেখো, নই সবাই বোবা, সকলে বধির। অধীর রঞ্জন চৌধুরী স্পিক টু নট অ্যাবাউট বিজেপি। নীচে লেখা ছিল, কোচবিহারের নাগরিকবৃন্দ। ওই বিক্ষোভকারীরা বলেন, আমরা নৈতিকভাবে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রাকে সমর্থন করি। কিন্তু আমরা অধীররঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছি। কারণ উনি জোটের পরিপন্থী পরিবেশ সৃষ্টি করছেন এই রাজ্যে।

আরও পড়ুন: রাজ্যের চার স্কুলকে ২ লক্ষ টাকার উপর আর্থিক জরিমানা

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular